আজকাল ওয়েবডেস্ক:   আপনার ব্যাংক অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে ব্যবহার না করলে সেটি ‘নিষ্ক্রিয়’ বা Inoperative Account হয়ে যায়। এমন অনেক অ্যাকাউন্টেই মানুষ টাকার অস্তিত্ব ভুলে যান। তবে, সেই টাকা এখন আর হারিয়ে যায় না — ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে একটি বিশেষ দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি চালু করেছে, যার মূল লক্ষ্য হল মানুষকে তাদের নিষ্ক্রিয় অ্যাকাউন্টে থাকা অর্থ পুনরুদ্ধার করতে সহায়তা করা।


নিষ্ক্রিয় অ্যাকাউন্ট কী?
RBI-এর নিয়ম অনুযায়ী, কোনও সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে দুই বছর ধরে কোনও লেনদেন (টাকা তোলা, জমা, ট্রান্সফার বা KYC আপডেট) না হলে সেটি নিষ্ক্রিয় বলে গণ্য হয়। এই সময়ে টাকাটা ব্যাংকে থেকেই যায়, তবে পরিষেবা সীমিত হয়ে যায়।
যদি অ্যাকাউন্টটি ১০ বছর ধরে নিষ্ক্রিয় থাকে, তবে সেই অ্যাকাউন্টের টাকা (সহ সুদ) স্থানান্তরিত হয় RBI-র Depositor Education and Awareness (DEA) Fund-এ। ২০১৪ সালের মে মাসে তৈরি এই তহবিলে সারা দেশের ব্যাংকগুলির অব্যবহৃত বা অপ্রাপ্ত দাবির টাকা জমা হয়। ব্যাংকগুলো e-Kuber প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতি মাসের শেষ কর্মদিবসে এই টাকা স্থানান্তর করে।

আরও পড়ুন: টানা চতুর্থ দিনে আশা জাগিয়েও নিরাশা! রহস্য সমাধান করলেন বিশেষজ্ঞরা


DEA ফান্ড থেকে টাকা ফেরত পাওয়া যায় কি?
অবশ্যই! গ্রাহক বা তার আইনি উত্তরাধিকারী যেকোনও সময় এই টাকা দাবি করতে পারেন — এর কোনও সময়সীমা নেই। টাকা ফেরত পেতে যা করতে হবে:
যে কোনও ব্যাংকের শাখায় যান
একটি ফর্ম পূরণ করুন এবং KYC নথি (আধার, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স) দিন
যাচাই সম্পন্ন হলে টাকা আপনার হিসাবে ফেরত আসবে
এছাড়া অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে RBI যে বিশেষ ক্যাম্পগুলো আয়োজন করছে, সেখানে গিয়েও সাহায্য নেওয়া যাবে।


কীভাবে জানবেন আপনার কোনও অনাদায়ী টাকা আছে কি না?
RBI চালু করেছে একটি বিশেষ অনলাইন পোর্টাল — UDGAM (Unclaimed Deposits Gateway to Access Information)। এখান থেকে সহজেই জানা যাবে আপনার নামে কোনও অব্যবহৃত টাকা আছে কিনা।


ধাপে ধাপে প্রক্রিয়াটি হল:
udgam.rbi.org.in-এ যান
মোবাইল নম্বর, নাম, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন
লগইন করে ‘Individual’ ট্যাব সিলেক্ট করুন
আপনার নাম, জন্মতারিখ ও ব্যাংকের নাম (অথবা ‘All’) দিন
পরিচয়পত্রের তথ্য (PAN/ভোটার আইডি/পাসপোর্ট ইত্যাদি) জমা দিন
সার্চ ক্লিক করলে, যদি কোনও মিল পাওয়া যায়, তাহলে ব্যাংকের নাম ও Unclaimed Deposit Reference Number (UDRN) দেখাবে
বর্তমানে ৩০টি ব্যাংক এই পোর্টালে যুক্ত রয়েছে — যা দেশের প্রায় ৯০% অনাদায়ী টাকার তথ্য কভার করে। SBI, HDFC, ICICI-সহ বড় ব্যাংকগুলো ইতিমধ্যেই যুক্ত হয়েছে।


অনাদায়ী আমানত কমাতে RBI-র নতুন স্কিম
২০২৫ সালের জুন পর্যন্ত, ব্যাংকিং ব্যবস্থায় ৬৭,০০০ কোটি টাকারও বেশি অনাদায়ী আমানত রয়েছে। এই সমস্যা সমাধানে RBI চালু করেছে একটি নতুন উদ্যোগ — Scheme for Facilitating Accelerated Payout of Inoperative Accounts and Unclaimed Deposits, যা ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।


এই স্কিমে ব্যাংকগুলোকে দেওয়া হবে, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট দ্রুত নিষ্পত্তি করার জন্য।
৪ বছর পর্যন্ত নিষ্ক্রিয় অ্যাকাউন্টে: জমার ৫% বা ৫,০০০ (যেটি কম)
১০ বছর পর্যন্ত নিষ্ক্রিয় অ্যাকাউন্টে: জমার ৭.৫% বা ২৫,০০০ (যেটি কম)
ব্যাংকগুলো প্রতি ত্রৈমাসিকে দাবি জমা দিতে পারবে এবং যাচাইয়ের পর ৩০ দিনের মধ্যে অর্থ পাওয়া যাবে।