আজকাল ওয়েবডেস্ক: বিশ্বখ্যাত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলা ভারতে গাড়ি উৎপাদনে আগ্রহ দেখায়নি। বরং প্রতিষ্ঠানটি শুধুমাত্র শোরুম খোলার পরিকল্পনা করছে। সোমবার এমনই জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী এইচ. ডি. কুমারস্বামী। তবে মন্ত্রর দাবি, মার্সিডিজ বেঞ্জ, ভক্সওয়াগেন, স্কোডা, হুন্ডাই, কিয়া এই সমস্ত সংস্থাই ইতিমধ্যেই ভারতে তাদের গাড়ি উৎপাদনে আগ্রহী।
এক সংবাদ বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুমারস্বামী বলেছেন, "টেসলা কেবল শোরুম খোলার দিকেই বেশি আগ্রহী। ভারতে উৎপাদন শুরু করার ব্যাপারে তারা আগ্রহী নয়।"
ভারতে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে উৎসাহ দিতে সরকারের নতুন প্রকল্পের গাইডলাইন ঘোষণা করল। সেই সংক্রান্ত বিষয়েই এ দিন সাংবাদিক বৈছক করেন কুমারস্বামী।
এক সরকারি কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, "এখনও পর্যন্ত তারা (টেসলা) আগ্রহ দেখায়নি। টেসলার প্রতিনিধি ভারতে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের প্রচার প্রকল্পের জন্য স্টেকহোল্ডারদের আলোচনার প্রথম দফায় অংশগ্রহণ করেছিলেন। কোম্পানির প্রতিনিধি স্টেকহোল্ডারদের আলোচনার দ্বিতীয় এবং তৃতীয় দফায় অংশ নেননি।"
টেসলার সিইও ধনকুবের ইলন মাস্ক গত বছরের এপ্রিলে দাবি করেছিলেন যে, ভারতে তাঁর সফর স্থগিত হয়েছে কারণ তিনি তখন সংস্থার নানা দায়বদ্ধতায় ব্যস্ত ছিলেন।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, "টেসলা যদি কেবল ভারতের শুল্ক এড়ানোর জন্য সেখানে একটি কারখানা তৈরি করে, তাহলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য 'অন্যায্য' হবে।"
