সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল আলোচিত ছবি 'কুলি' মুক্তির পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে। লোকেশ কনগরাজ পরিচালিত এই ছবি বক্স অফিসে ৫০০ কোটিরও বেশি আয় করে এক নতুন মাইলফলক ছুঁয়েছে। ছবির বিশেষ আকর্ষণগুলোর একটি ছিল আমির খানের চমকপ্রদ ক্যামিও। কিন্তু সম্প্রতি একটি ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়েছিল ওই ছবিতে আমির নাকি তাঁর ক্যামিও ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি নাকি বলেছেন, চরিত্রটির কোনও উদ্দেশ্য ছিল না এবং বাজেভাবে লেখা হয়েছিল। এই খবর ঘিরে শুরু হয় প্রবল আলোচনা।
তবে বিষয়টি নিয়ে জলঘোলা হলেও এবার সরাসরি মুখ খুললেন আমির খান। তাঁর টিমের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, আমির এমন কোনও মন্তব্য কখনওই করেননি। বিবৃতিতে বলা হয়েছে, “আমির খান কোনও সাক্ষাৎকারে ‘কুলি’ ছবিকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেননি। তিনি বরাবরই রজনীকান্ত, পরিচালক লোকেশ এবং পুরো টিমের প্রতি গভীর শ্রদ্ধাশীল।”
ভুয়ো খবরে প্রকাশিত হয়েছিল , আমির নাকি বলেছেন—“আমি রজনীস্যরের প্রতি শ্রদ্ধা রেখেই ক্যামিও অংশটি করেছিলাম। তবে সত্যি বলতে, এখনও বুঝতে পারছি না আমার চরিত্রটির উদ্দেশ্য কী ছিল। কোনও চিন্তাভাবনা ছাড়াই এটা লেখা হয়েছিল।” আরও বলা হয়েছিল, তিনি নাকি ছবির সৃজনশীল প্রক্রিয়ায় যুক্ত ছিলেন না এবং ছবির চূড়ান্ত রূপ সম্পর্কে কিছুই জানতেন না।

এই কথাগুলো আসলে সম্পূর্ণ মনগড়া—এমনটাই স্পষ্ট করেছে আমির খানের টিম। তাঁদের বক্তব্য, “এই উদ্ধৃতিগুলো একেবারেই ভুয়ো। ইচ্ছে করেই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমির খান সর্বদা শিল্পীসুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে সহকর্মীদের প্রতি সম্মান প্রদর্শন করেন।”
প্রসঙ্গত, 'কুলি' মুক্তির আগে থেকেই রজনীকান্ত ও লোকেশ কনগরাজের জুটি নিয়ে দর্শকের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। মুক্তির পর সেই প্রত্যাশা সফলভাবে পূরণ হয়েছে। অ্যাকশন, আবেগ আর রজনীর তারকাখ্যাতি মিলিয়ে ছবিটি এক মহা-বাণিজ্যিক সাফল্যে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে আমিরের বিরুদ্ধে ছড়ানো এমন নেতিবাচক মন্তব্যের অভিযোগ বেশ চাঞ্চল্য তৈরি করেছিল।
চলচ্চিত্র জগতে প্রায়ই দেখা যায়, ভুয়ো উদ্ধৃতি বা বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল হয়ে পড়ে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে একটি মনগড়া মন্তব্য মুহূর্তেই কোটি মানুষের কাছে পৌঁছে যায়। অনেক সময়ই তা অভিনেতা-অভিনেত্রীদের ভাবমূর্তিতে অযথা আঘাত হানে। আমির খানের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। তবে দ্রুত অফিসিয়াল ব্যাখ্যা দিয়ে পরিস্থিতি স্বচ্ছ করে দেওয়ায় ভক্তরা স্বস্তি পেয়েছেন।
আরও পড়ুন: বছর শেষে এক হবেন কার্তিক-অনন্যা! প্রাক্তনের সঙ্গেই নতুন শুরু করবেন দুই তারকা?
আমির খানের এই ব্যাখ্যা আবারও প্রমাণ করল, তিনি এখনও বলিউডের অন্যতম পেশাদার তারকা। রজনীকান্তের মতো কিংবদন্তির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করেন—এ কথাও তাঁর টিম বিশেষভাবে উল্লেখ করেছে।
এক্ষেত্রে বলাই যায়, 'কুলি'র বাণিজ্যিক সাফল্যের সঙ্গে যুক্ত থেকে আমির খানের ক্যামিও ভক্তদের জন্য একটি বাড়তি চমকই ছিল। ভুয়ো খবর যতই ছড়ানো হোক না কেন, বাস্তবতা হল—আমির কখনওই তাঁর চরিত্রটি বা ছবিকে নিয়ে খারাপ কিছু বলেননি। বরং, তিনি পুরো টিমের প্রতি আন্তরিক শ্রদ্ধা প্রকাশ করেছেন।
