নিজস্ব সংবাদদাতা: বাংলা ছবির জগতে পরিচিত মুখ ঈশান মজুমদার। রহস্য থেকে প্রেমের গল্পে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। শুধু অভিনয়েই নয়, সাহিত্য জগতেও নিজের পরিচিতি গড়ে তুলেছেন ঈশান। বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা দুটি বই। 'গোয়েন্দা গোগো ও ঘোঁতনপুরের ভূত' এবং 'মদনপুরের মামদো ভূতেরা ও কাউন্ট ড্রাকুলা'।
এর মধ্যে 'গোয়েন্দা গোগো'কে প্রথমবার নিজের প্রকাশনা সংস্থা 'ইনিকা পাবলিকেশন' থেকে নিয়ে আসছেন তিনি। অন্যটি আসছে 'দেব সাহিত্য পরিষদ'-এর হাত ধরে। দুটি বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে ইলাস্ট্রেশন সবটাই একা হাতে করেছেন ঈশান। ছোটদের জন্য লেখা বই নিয়ে কি ভবিষ্যতে ছবি তৈরির পরিকল্পনা রয়েছে ঈশানের?
আজকাল ডট ইন-কে ঈশান বলেন, "এখনকার ছোটদের মোবাইল থেকে দূরে সরানোর জন্য বাবা-মায়েরা কতকিছু করেন। কিন্তু ফল সেভাবে হয় না। যদি তাদের পছন্দ মতো গল্প বইয়ের পাতায় থাকে তাহলে হয়তো একটু হলেও মন বসবে ওই বইয়ের পাতায়। তাই লেখার শুরুতেই ছোটদের কথা মাথায় রাখি, ওদের পছন্দের দিকে খেয়াল রাখি।"
তিনি আরও বলেন, "কমিক নিয়ে ছবি তৈরি আগেও হয়েছে। তাতে শুধু ছোটদের নয়, বড়োদেরও খুব ভাল লাগে। আমি নিজে তো পরিচালনায় এখনই আসতে চাই না। তবে কোনও পরিচালক যদি ইচ্ছুক হন, অবশ্যই আমিও উৎসাহী এই বইয়ের উপর ভিত্তি করে ছবি করতে।"
