নিজস্ব সংবাদদাতা: ২০০৩ সালে অভিনেতা ভরত কলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর এত বছর একাই ছিলেন অভিনেত্রী অনুশ্রী দাস। তবে আবার জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী। প্রবীর রায় নামে এক ব্যক্তির সঙ্গে বেশ কয়েক বছর ধরেই প্রেম করছেন অনুশ্রী দাস।
টলিপাড়ার কানাঘুষো, খুব শীঘ্রই চার হাত এক করবেন অনুশ্রী ও প্রবীর। এত বছর মায়ের সঙ্গে একাই থেকেছেন অনুশ্রী। সম্প্রতি, সমাজমাধ্যমে প্রবীর রায়ের সঙ্গে কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাগ করে নেন অভিনেত্রী। সেখানেই সকলে শুভেচ্ছাবার্তা পাঠান অভিনেত্রীকে।
এই মুহূর্তে জি বাংলার 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনুশ্রী দাস। একটি বিখ্যাত রেস্তোরাঁর মালিক প্রবীর রায়, পাশাপাশি একজন গ্রাফিক ডিজাইনার। তাঁর জীবনের নতুন অধ্যায়ের বিষয়ে অনুশ্রী দাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।
অভিনেতা ভারত কলের সঙ্গে বেশ কয়েক বছর সংসার করার পর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। যদিও এরপরও একই ধারাবাহিকে কাজ করেছেন দু'জনে। ব্যক্তিগত জীবন ও কাজকে কখনওই মেলাতে চান না তাঁরা। তবে এত বছর একা থাকলেও এবার জীবনকে আরও একবার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনুশ্রী। প্রবীর রায়ের সঙ্গে একসঙ্গে বেশ সময় কাটাচ্ছেন অভিনেত্রী। জানা যাচ্ছে, শুটিংয়ের মাঝেই একসঙ্গে ঘুরতে যাচ্ছেন তাঁরা, সেই ছবি নিজেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনুশ্রী দাস।
