নিজস্ব সংবাদদাতা: মাত্র দু'মাসের মধ্যে হঠাৎ করেই বন্ধ হচ্ছে জি বাংলার ধারাবাহিক 'দুগ্গামনি ও বাঘমামা'। এরপর কি শেষ হবে আরেক জনপ্রিয় ধারাবাহিক? জি বাংলারই 'চিরদিনই তুমি যে আমার'-কে ঘিরে জল্পনা শুরু হয়েছে।

শোনা যাচ্ছে, প্রযোজনা সংস্থা এসভিএফ এবং চ্যানেলের মধ্যে ঝামেলা হওয়ায় নাকি এই ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই টিআরপি তালিকায় বেশ ভাল জায়গা করে নিয়েছে। তবে কি সত্যিই শেষ হয়ে যাচ্ছে এই মেগা? এনিয়ে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এই খবর সম্পূর্ণ ভুল, এখনই শেষ হচ্ছে না এই ধারাবাহিক।"

'চিরদিনই তুমি যে আমার'-এর হাত ধরে বহু বছর পর ফের ছোট পর্দায় ফিরেছেন দিতিপ্রিয়া এবং জিতু কমল। অসমবয়সি প্রেমের গল্প ফুটে উঠছে এই মেগায়। যদিও গল্প নিয়ে প্রথমদিকে নানা চর্চা শুরু হলেও পরে ধীরে ধীরে দর্শকের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক। বিশেষ করে জনপ্রিয় হয়ে ওঠে জিতু-দিতিপ্রিয়ার জুটি।

জি বাংলার 'করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিক শেষ হওয়ার পর ছোট পর্দা থেকে লম্বা বিরতি নিয়েছিলেন দিতিপ্রিয়া। এর মধ্যে বড় পর্দা এবং ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করেছেন অভিনেত্রী। অনেকদিন পর আবার পছন্দ মতো গল্প পেয়ে ধারাবাহিকে ফেরেন টেলিভিশনের 'রানি মা'। 

এর আগের ধারাবাহিক পাঁচ বছর চললেও 'চিরদিনই তুমি যে আমার' এত তাড়াতাড়ি বন্ধ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল অনেকের মনেই। তবে সকলকে নিশ্চিন্ত করে দিতিপ্রিয়া জানিয়েছেন, এখনই ধারাবাহিক শেষ হওয়ার কোনও কারণ নেই। 'রানি মা'র পর 'অপর্ণা' হিসাবে যে ভালোবাসা তিনি পাচ্ছেন, তাতে দারুণ খুশি অভিনেত্রী। 

প্রোমোর শুটিংয়ের জন্য কাশ্মীর পাড়ি দেন এই ধারাবাহিকের টিম। ভূস্বর্গ থেকে সমাজমাধ্যমে ছবি ভাগ করেন জিতু-দিতিপ্রিয়া। এই প্রথমবার কোনও বাংলা ধারাবাহিকের প্রোমো শুটিং হয় কাশ্মীরে। তাই প্রথম থেকেই এই ধারাবাহিক নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে।