নিজস্ব সংবাদদাতা: শুক্রবার মুক্তি পাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প 'কন্যাশ্রী' নিয়ে নির্মিত ছবি 'সুকন্যা'। সমীর মণ্ডল প্রযোজিত এবং উজ্জ্বল মিত্র পরিচালিত এই ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়।
এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন খরাজ মুখোপাধ্যায়, দেবশঙ্কর নাগ। রাজ্য পুলিশের ডিজি-র চরিত্রে অভিনয় করেছেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। ২০২৩ সালের পুজোর সময়ে শেষ হয়েছিল 'সুকন্যা'র শুটিং। সম্পাদনা, ডাবিং এবং অন্যান্য কাজ শেষ করে গত ৩০ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ঘটনাচক্রে মুক্তি পিছিয়ে যায়। শেষমেশ জটিলতা কাটিয়ে ২২ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে কী কী বিষয় মাথায় রেখেছিলেন কনীনিকা? আজকাল ডট ইন-কে অভিনেত্রী বলেন, "ছবিতে আমার চরিত্রের নাম মায়া চট্টোপাধ্যায়। একজন সাধারণ নারী থেকে জননেত্রী হয়ে ওঠার লড়াই দেখানো হয়েছে গল্পে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোশাক ছাড়া আর কোনওকিছুই মিল রাখিনি চরিত্রে। শুধু লড়াইটা খুব কাছ থেকে উপলব্ধি করার চেষ্টা করেছি।"
কনীনিকার কথায়, "বরাবরই রাজনীতির রঙ লাগতে দিইনি নিজের গায়ে। কিন্তু লড়াইয়ে সামিল হয়েছি। মেয়েদের জন্য ভাবা, মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিকগুলো নিয়ে যখন ছবি তৈরি হয়েছে আর মুখ্য চরিত্রে আমায় ভাবা হয়েছে, তখন এই সুযোগটা হাতছাড়া করতে পারিনি। পুরুষতান্ত্রিক সমাজে একজন নারীর লড়াইকে এই ছবিতে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তার মধ্যে কোনও রাজনৈতিক রঙের ছোঁয়া নেই।"
