কিছুদিন আগেই প্রসিদ্ধ অনলাইন বেটিং অ্যাপে আর্থিক লেনদেন ঘিরে শুরু হওয়া তদন্তে নাম জড়িয়েছিল বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা ও টলিউডের মিমি চক্রবর্তীর। ১৬ সেপ্টেম্বর দিল্লির ইডি হেডকোয়ার্টারে হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয় মিমিকে। সেই মতো হাজিরাও দেন তিনি। 

 


ইডি জানিয়েছিল, বেটিং অ্যাপ–এর মাধ্যমে অর্থ পাচারের সন্দেহে তদন্ত চলছে। এই অ্যাপের সঙ্গে যুক্ত একাধিক উচ্চপ্রোফাইল ব্যক্তিত্বকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা সুরেশ রায়না ও শিখর ধাওয়ানও।

 


তদন্তকারীদের মতে, বেটিং অ্যাপের প্রচার এবং সম্ভাব্য আর্থিক লেনদেনে সেলিব্রেটিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই কারণেই উর্বশী ও মিমি চক্রবর্তীকে হাজির হতে বলা হয়েছে।

 

আরও পড়ুন: পর্দায় 'নিশা'কে দেখে বিয়ে করতে ইচ্ছে করছে শ্রুতির? কবে আসবে শুভদিন? কী জানালেন অভিনেত্রী?

 

প্রথমে এই ঘটনায় জড়িয়ে পড়েন টলি অভিনেতা অঙ্কুশ হাজরাও। বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকায় আইনি জটে জড়িয়েছেন অঙ্কুশ। ওই বেটিং অ্যাপের প্রচারের জন্যই এই হাল হয়েছিল দুই অভিনেতা-অভিনেত্রীর। তবে এতদিন এই সংক্রান্ত বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তাঁরা। এবার মুখ খুললেন মিমি চক্রবর্তী। সোমবার সমাজমাধ্যমে একটি নোটিশ ভাগ করেন তিনি। 

 

 

নোটিশে মিমি লেখেন, 'আমি আজ আপনাদের কাছে একটি অনুরোধ করছি এবং এই বিষয় নিয়ে সচেতনতা বাড়াতে আহ্বান জানাচ্ছি। ভারত সরকার সমস্ত ধরনের রিয়েল মানি গেমিং অ্যাপস ভারতে নিষিদ্ধ করেছে। এর মধ্যে অনুমতিহীনভাবে পরিচালিত অবৈধ বেটিং সাইটগুলিও অন্তর্ভুক্ত। আমি সবাইকে অনুরোধ করব এমন অবৈধ অ্যাপ থেকে দূরে থাকুন যা জুয়া বা বেটিংয়ের মতো কার্যকলাপের সাথে যুক্ত। এই ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্যের চুরি, সাইবার হামলা ও অন্যান্য সাইবার প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।'

 


অভিনেত্রী আরও লেখেন, 'আমি কোনওভাবেই এমন কোনও ব্র্যান্ডের সাথে যুক্ত নই যারা এই ধরনের কার্যকলাপকে প্রচার করে। সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোনও মাধ্যমে কোনও ধরনের বিজ্ঞাপন বা প্রচারে যদি আমার নাম বা ছবি ব্যবহার করা হয়, তা সম্পূর্ণভাবে অনুমতিহীন।অতএব, দয়া করে এই বার্তাটি ছড়িয়ে দিন এবং এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে নিজে দূরে থাকুন এবং অন্যকেও সচেতন করুন।'

 


মিমির তরফে বার্তা এলেও এখনও পর্যন্ত অঙ্কুশ এ বিষয়ে মুখ খোলেননি। ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে 'রক্তবীজ ২'। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যেতে চলেছে অঙ্কুশকে। থাকছেন মিমিও। ছবির ট্রেলার থেকে শুরু করে গান, ইতিমধ্যেই দর্শকের মনে ছবি ঘিরে কৌতূহল জাগিয়েছে। কিন্তু এর মধ্যেই অঙ্কুশ ও মিমির এই আইনি জটিলতা ছবির উপরে কোনও প্রভাব ফেলবে কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হলেও এতদিনে তার জবাব পেয়ে গিয়েছেন দর্শক। মিমি-অঙ্কুশের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন একবিন্দুও প্রভাব ফেলেনি ছবির প্রচারে। গত রবিবার ছবির প্রি-রিলিজ পার্টিতে 'অর্ডার ছাড়া বর্ডার ক্রস' গানে পা মেলাতে দেখা গিয়েছিল তাঁদের। গোটা পার্টিতে বেশ খোশমেজাজেই দেখা গিয়েছিল অঙ্কুশ ও মিমিকে।