সংবাদসংস্থা মুম্বই: দক্ষিণী অভিনেত্রী হলেও বলিউডে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন ম্রুণাল ঠাকুর। তাঁর অভিনয় দক্ষতায় আর মিষ্টি হাসিতে তিনি পেয়েছেন 'জাতীয় ক্রাশ'-এর তকমা। 


কিন্তু অভিনেত্রীর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট বলছে, তিনি অভিনয় ছেড়ে মন দিয়েছেন গাছপালা সংরক্ষণে। একটি ফার্ম হাউজে তাঁকে সময় কাটাতে দেখা যায়। এবং তিনি সেখানে থেকে কিছু ছবি অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে জানান, এই ধরনের জায়গায় এলে তাঁর ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। সঙ্গে ম্রুণাল জুড়েছেন, হ্যাশট্যাগ 'ফিউচার ফার্মিং'। 


এই পোস্টটি দেখার পর থেকেই অনুরাগীদের চর্চা শুরু হয়েছে নেট পাড়ায়। তবে কি ভবিষ্যতে অভিনয় ছেড়ে কৃষিকাজকে জীবিকা হিসেবে বেছে নেবেন অভিনেত্রী? এই প্রসঙ্গে উঠে এসেছে ম্রুণালের পুরনো এক সাক্ষাৎকারও। মুম্বই সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে ম্রুণাল এক সময় জানিয়েছিলেন, তিনি কিছু জমির জন্য বিনিয়োগ করতে চান। সেইসঙ্গে কৃষিকাজের প্রতি তাঁর আগ্রহ যে প্রবল সেই কথাও ওই সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রী।


প্রসঙ্গত, আগামীতে ম্রণালকে দেখা যেতে চলেছে, 'পূজা মেরি জান', 'সন অফ সর্দার ২', এবং 'হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়'-এর মতো আসন্ন ছবিগুলোতে।