সংবাদ সংস্থা, মুম্বই: বিয়ের এক বছর পার করলেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। প্রথম বিবাহবার্ষিকী একেবারে একান্তে কাটালেন তারকা দম্পতি। উড়ে গেলেন মালদ্বীপের সমুদ্র সৈকতে।

গত বছরের ২৪ সেপ্টেম্বর উদয়পুরে রাজকীয় বিয়ে সারেন আপ নেতা ও বলিউডের ‘ইশকজাদে গার্ল’। বিয়ের পর থেকে নানা ঝড় বয়ে গেছে দম্পতির জীবনে। বেশ অনেকদিন গুরুতর চোখের রোগে ভুগেছেন রাঘব। দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে অবশেষে একে অপরের কাছে এসেছেন। সমুদ্র সৈকতে একে অপরের হাত ধরে নিভৃতে, নিরালায় সময় কাটাতে চলে যান। এবার সব ব্যস্ততা থেকে ছুটি নিয়ে প্রথম বিবাহবার্ষিকী পালন করতে ছুটে যান মালদ্বীপে। নির্জন সৈকত থেকে পোস্ট করলেন অন্তরঙ্গ ছবি। পরিণীতির পরনে ছিল কালো সুইম স্যুটে, স্বামীর সঙ্গে একান্তে সময় কাটান 'হাসি তো ফাসি' অভিনেত্রী।

বিটাউনে কোনও সম্পর্ক শুরু হলেই বাতাসে ভাসে তাঁর গুঞ্জন। পরিণতির ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। ২০২৩ সালের মার্চ মাস নাগাদ আপ নেতার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা যায়। একসঙ্গে অনেক জায়গায় ক্যামেরাবন্দি হন দু'জনে। সময়ের সঙ্গে বাড়তে থাকে তাঁদের সম্পর্কের জল্পনা। অবশেষে ২০২৩ সালের মে মাসে বাগদান পর্ব সারেন যুগল। এরপর কয়েক মাস বাদে গাঁটছড়া বাঁধেন তাঁরা।   

বলিউডে আজকাল খুব একটা কাজ করেন না পরিণীতি। কয়েক মাস আগে তাঁকে‘চমকিলা’ ছবিতে দেখা গিয়েছিল। ইদানীং জমিয়ে সংসার করছেন অভিনেত্রী। বিবাহবার্ষিকীতে পরিণীতি বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে সেই ছবিতে দেখা যায় বালির ওপর লেখা 'হ্যাপি অ্যানিভার্সারি'। দু'জনেরই চোখ ঢেউয়ের দিকে।