নিজস্ব সংবাদদাতা: নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'বহুরূপী' নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ছবির গান 'শিমুল পলাশ' বাহবা পেয়েছে এ আর রহমানের থেকেও। এই গানে শিবপ্রসাদ ও কৌশানী মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে নতুন দাম্পত্য উদ্ যাপনে।
অন্যদিকে ছবির গান 'আজ সারা বেলা'য় রোম্যান্টিক মুডে ধরা দিয়েছেন আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী৷ গানে এই জুটির কেমিষ্ট্রি জমে ক্ষীর৷ অনুপম রায়ের কথায় এবং সুরে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল৷
'বহুরূপী'তে ঋতাভরীর চরিত্রের নাম 'পরী' ও আবিরকে দেখা গিয়েছে 'এসআই সুমন্ত ঘোষাল'-এর চরিত্রে৷ দিনের শেষে ক্লান্ত সুমন্ত যখন বাড়ি ফেরে তখন অপেক্ষারত স্ত্রী তার মন ভোলাতে ব্যস্ত। বরের মন পেতে ব্যাকুল সে। তাই একা স্নানঘরে আবিরকে কল্পনা করে রোম্যান্সে মজেন ঋতাভরী। খোলা চুলে স্নান ঘরেই হয়ে ওঠেন অনন্যা। এই দৃশ্যই ফুটে উঠেছে গানে।
সম্প্রতি, নিজের সোশ্যাল মিডিয়ায় এই গানের ঝলক ভাগ করে ঋতাভরী লেখেন, "আজ সারা বেলা, কাটে না সময়। শুধু মনে মনে কী যেন কী হয়। ৮ অক্টোবর মুক্তি পাচ্ছে বহুরূপী। পুজোয় প্রেমের জোয়ার আনবে বাবি আর পরী।"
প্রসঙ্গত, এই ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৩-২০০৫ এই সময়টা জুড়ে। পশ্চিমবঙ্গের বুকে ক্রমান্বয়ে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা, যাকে কেন্দ্র করেই এই ছবি। 'উইন্ডোজ প্রোডাকশন'-এর ব্যানারে মুক্তি পেতে চলেছে ছবিটি।
