নিজস্ব সংবাদদাতা: ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ালেন ঋতুপর্ণা সেনগুপ্ত। শনিবার রবীন্দ্র সদনে অভিনেত্রীর উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানের অর্থ যাবে ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসা তহবিলে।
ঋতুপর্ণা দীর্ঘদিন ধরে কাজ করছেন স্বেচ্ছাসেবী সংস্থা 'লাইফ বিয়ন্ড ক্যানসার'-এর সঙ্গে। গত কয়েক বছর ধরে তাদের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী। এই সংস্থার উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল 'দ্য লাইভ অ্যাক্ট: সিজন ফাইভ'। যেখানে নৃত্য পরিবেশন করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও গানে মঞ্চ মাতালেন অনীক ধর। ছিল অভিনেত্রী দেবলীনা দত্তের নাচও। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন চৈতী ঘোষাল ও সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।
ঋতুপর্ণা বলেন, "বাচ্চাদের ক্যানসারের চিকিৎসা বেশ ব্যয়বহুল। শুরুর দিকে প্রয়োজনীয় অর্থ জোগাড় করা গেলেও ধারাবাহিকভাবে এই রোগের চিকিৎসা চালিয়ে যাওয়া বেশ কঠিন। সেখানে ওদের পাশে আমি আমার মতো করে দাঁড়িয়েছি। চেষ্টা করছি ওদের যন্ত্রণার অংশীদার হতে। বিন্দু বিন্দুতেই তো সিন্ধু লাভ, এই মন্ত্রে এগিয়ে চলছি।"
দেবলীনা দত্তের কথায়, "আজকের অনুষ্ঠানটা খুব বিশেষ আমার কাছে। যারা প্রতিনিয়ত এত যন্ত্রণার মধ্যে কাটাচ্ছে, তাদের পাশে যদি কিছুটা হলেও থাকতে পারি, সেটা পরম পাওয়া। ফুলের মতো ছোট শিশুদের জন্য সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই।"
অনীক ধর বলেন, "ঋতুদির ডাকে এই অনুষ্ঠানে আসা। জীবনে এমন কিছু মুহূর্তের সাক্ষী হতে হয়, যেখানে ব্যার্থতা ছাড়া আর কিছুই চোখে পড়ে না। কিন্তু আজ লড়াই করে বেঁচে থাকার বিশ্বাসকে খুব কাছ থেকে দেখতে পারছি। ক্যানসার আক্রান্ত শিশুদের জীবনযুদ্ধের সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।"
