নিজস্ব সংবাদদাতা: নিত্য নতুন মোড়ে দারুণ জমে উঠেছে জি বাংলার 'অমর সঙ্গী'। রাজ ও শ্রীর গল্প অল্পদিনেই মনে ধরেছে দর্শকের। গল্পে অভাবী পরিবারের ছেলে রাজ, নিজের সত্যিটা লুকিয়ে রাখে শ্রীর কাছে। যাতে প্রভাবশালী পরিবারের মেয়ে শ্রী তার ভালবাসা ফিরিয়ে না দেয়, এই ভেবেই সত্যিটা লুকিয়ে বিয়ের পিঁড়িতে যায় সে। কিন্তু বিয়ের আগেই শ্রীকে সব সত্যিটা বলে দেয় রাজ। অবাক হলেও তাকে মেনে নেয় শ্রী। এরপর শুরু হয়, দুই পরিবারের মন জেতার লড়াই।


একটু একটু করে নিজেদের স্বপ্ন সত্যি করছে রাজ ও শ্রী। কিন্তু এর মাঝেই নতুন বিপদ তাদের জীবনে। হঠাৎ উড়ে এসে জুড়ে বসল তৃতীয় ব্যক্তি। জানা যাচ্ছে, এবার গল্পের নতুন মোড়ে রাজ-শ্রীর মাঝে আসছে এক মোহময়ী নারী। এই চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী সৈরীতি বন্দ্যোপাধ্যায়কে। বহু বছর পর এই চরিত্রের মাধ্যমে ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী। 


অভিনয়ের শুরুটা ছোটপর্দা দিয়ে হলেও বিয়ের পর খানিকটা বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। 'ঠিক যেন লাভ স্টোরি' ধারাবাহিকে নীল ভট্টাচার্যের সঙ্গে জুটিতে অভিনয় করে দর্শকের মন কেড়েছিলেন সৈরীতি। সম্প্রতি, 'হইচই'-এর সিরিজ 'কালরাত্রি'তে দর্শক 'রাই'-এর চরিত্রে দেখেছেন তাঁকে।  সূত্রের খবর, 'অমর সঙ্গী'তে অভিনেত্রীকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। তবে কোন দিকে মোড় নেবে এই চরিত্র তা এখনই খোলসা করতে নারাজ চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু, রাজ ও শ্রীর মাঝে যে খানিক দূরত্ব তৈরি করবে এই চরিত্র তা বোঝাই যাচ্ছে।