এবার নতুন ভূমিকায় আসতে চলেছেন শ্রুতি দাস। শুধু অভিনয়েই সীমাবদ্ধ না থেকে নিজের সৃজনশীলতার পরিধি আরও বাড়াতে চলেছেন অভিনেত্রী। প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই।
জি ফাইভে আসছে নতুন ওয়েব সিরিজ 'রঙ্কিনী ভবন'। অভ্রজিত সেনের পরিচালনায় এই ওয়েব সিরিজে অভিনয় করছেন বিদিপ্তা চক্রবর্তী, শ্যামৌপ্তি মাডলি, গৌরব রায় চৌধুরী, আভেরী সিংহ রায়, সুহোত্র মুখোপাধ্যায় সহ একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। এই ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত রয়েছেন শ্রুতিও। তবে সেখানে তাঁকে অভিনয় করতে দেখা যাবে না।
জি ফাইভের একটি ওয়েব সিরিজের অনুকরণে বানানো হচ্ছে 'রঙ্কিনী ভবন'। প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রান্তিক বসু, চিরাগ চালানী এবং ঋষি মাহেশ্বরী। এই ওয়েব সিরিজ লেখার দায়িত্বে মূলত মেঘাতিথি বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে রয়েছেন শ্রুতি দাস। এছাড়াও সৃজনশীল প্রযোজকের দায়িত্বে রয়েছেন অভিনেত্রী শ্রুতি।
আরও পড়ুনঃ ভয়াবহ রহস্যে জালে গৌরব-শ্যামৌপ্তি! সমাধান কি মিলবে? কোন ওটিটির পর্দায় দেখা যাবে নতুন সিরিজ?
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'এক্স=প্রেম' ছবির হাত ধরে শ্রুতিকে প্রথমবার বড় পর্দায় দেখেন দর্শকেরা। যদিও সেই ছবিতে তিনি অভিনয় করেছেন। এরপর 'বাদামি হয়নার কবলে', 'জুলি'র মত একাধিক ছবিতে দেখা গেছে তাঁকে। তবে এবার নতুন দায়িত্বে টলিউডের এই অভিনেত্রী।

নতুন কাজ কীভাবে সামলাচ্ছেন শ্রুতি? এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "অভিনয় নিয়ে পড়াশোনার পাশাপাশি আমি নাটক পরিচালনা করেছি। এই কাজ আমার জন্য নতুন নয়। আমার মনে হয় একজন শিল্পীর নানা দিকে নিজেকে বিস্তার করা প্রয়োজন এবং এই কাজটির সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি অভিনেত্রী হিসেবেও আরও সমৃদ্ধ হচ্ছি। অভিজ্ঞতা এক কথায় দারুণ৷ কাজটি শীঘ্রই শুরু হবে, তবে প্রি প্রোডাকশন ইতিমধ্যেই চলছে।" শ্রুতির আরও সংযোজন, "একজন শিল্পী হিসেবে আমি আরও পরিণত হচ্ছে এই কাজটির মাধ্যমে। শেখার কোনও শেষ নেই, তাই নতুন কাজ যত শিখতে পারব, করতে পারব, আমার মনে হয় আমি আরও সমৃদ্ধ হব। যা আরও ভাল অভিনেত্রী হয়ে উঠতে আমায় সাহায্য করবে।"
বড় পর্দায় কাজ করার পর প্রথমবার ক্যামেরার পেছনে কাজ করতে চলেছেন শ্রুতি। এবার থেকে কি সমানতালে ক্যামেরার সামনে ও পেছনে কাজ করবেন তিনি? তাঁর কথায়, "অভিনয় তো অবশ্যই করব, সেটা আমার অন্যতম ভালবাসা। তবে অভিনয়ের পাশাপাশি ক্যামেরার পেছনেও আমি কাজ করতে চাই। কিছুদিনের মধ্যেই অভিনেত্রী শ্রুতি দাসের নতুন কাজের খবর সকলে জানতে পারবেন।"
বরাবরই চরিত্র নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সচেতন শ্রুতি। যথেষ্ট বাছাই করে কাজ করেন তিনি। প্রথম থেকেই নিজের অভিনয় দক্ষতা বুঝিয়ে দিয়েছেন শ্রুতি। টলিউডে একাধিক অভিনেতা অভিনেত্রীরা ক্যামেরার সামনে ও পেছনে সমানতালে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে কি শ্রুতিকে ভবিষ্যতে পরিচালকের ভূমিকায় দেখতে পাবেন দর্শকরা? উত্তর দেবে সময়।
