নিজস্ব সংবাদদাতা: অভিনেত্রী মিশমী দাসের পর এবার জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে আর দেখা যাবে না, আরেক অভিনেত্রীকে। সূত্রের খবর, ইতিমধ্যেই এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি। যদিও মিশমী ধারাবাহিক ছেড়ে দেওয়ার পর 'রোহিনী'র চরিত্রে অভিনয় করছেন সৌমি চক্রবর্তী। তবে শোনা যাচ্ছে, এবার থেকে এই ধারাবাহিকে আর দেখা যাবে না মল্লিক পরিবারের 'মৈত্রেয়ী মল্লিক'কে। 

 

 

মল্লিক পরিবারের মেয়ে মৈত্রেয়ী মল্লিক, অর্থাৎ অনিকেত মল্লিকের পিসি। এই চরিত্রে এতদিন দর্শক দেখেছেন অভিনেত্রী তনুশ্রী গোস্বামীকে। জানা যাচ্ছে, চরিত্রের গুরুত্ব ক্রমশই কমে আসায় এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে এসেছেন তনুশ্রী গোস্বামী। তবে পরবর্তী সময়ে মৈত্রেয়ী চরিত্রে অন্য কোনও অভিনেত্রীকে দেখা যাবে কিনা, তা এখনও জানা যায়নি। 

 


যদিও এই মুহূর্তে স্টার জলসার 'বুলেট সরোজিনী' ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে তনুশ্রীকে। এর আগে 'নিম ফুলের মধু' ধারাবাহিকে রুবেলের জেঠিমা 'ললিতা'র চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে এই ধারাবাহিকের পাশাপাশি পরে 'মৈত্রেয়ী' চরিত্রে অভিনয় করতে শুরু করেন তিনি। তবে ধীরে ধীরেই চরিত্রের গুরুত্ব কমতে থাকে। 

 


উল্লেখ্য, ছোটপর্দায় ইতিবাচক এবং নেতিবাচক দু'ধরনের চরিত্রেই দেখা গিয়েছে তনুশ্রীকে। সব ক্ষেত্রেই প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। শুধু তাই নয় বিভিন্ন বয়সের এবং বিভিন্ন লুকের চরিত্রেও অভিনয় করতে সব সময় রাজি হয়েছেন তনুশ্রী। আসলে অভিনয়ের ক্ষেত্রে নিজেকে এই চ্যালেঞ্জটা ছুঁড়ে দিতে পছন্দ করেন তিনি। আপাতত 'বুলেট সরোজিনী' ধারাবাহিকেই শুধুমাত্র দর্শক দেখতে পাবেন তনুশ্রী গোস্বামীকে,  শোনা যাচ্ছে এমনটাই।