সঞ্জয় লীলা বনশালির ‘হীরামাণ্ডি’-তে ‘বিব্বোজান’ চরিত্রে অভিনয় করে গত বছর দর্শকদের হৃদয় জয় করেছিলেন অদিতি রাও হায়দারি। সৌন্দর্য আর অভিনয়, দু’টো মিলিয়ে তাঁর ভক্তসংখ্যা এখন আকাশছোঁয়া। কিন্তু এবার পুরনো এক ভিডিও ঘিরে বিপাকে অভিনেত্রী।
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘মার্ডার ৩’ ছবির প্রচারের সময়ের এক পুরনো ভিডিও ক্লিপ, যেখানে দিতিকে শোনা যায় এই ছবির ফ্র্যাঞ্চাইজির আগের নায়িকা মালাইকা শেরাওয়াতকে কটাক্ষ করতে। শরীরকে নিয়ে কটাক্ষ করতে! কারণ মল্লিকা যে তাঁর স্তনের আকার বড় ও সুডৌল করার জন্য অস্ত্রোপচারের সাহায্য নিয়েছেন সেকথা ততদিনে সবার জানা। নাম না তুলে সেই বিষয়টি নিয়ে মল্লিকাকে খোঁচে মেরে সেই সাক্ষাৎকারে অদিতি বলেন, “আমি মনে করি, আসল শক্তি আত্মা থেকে আসে, বুকে সিলিকন থাকলেই কেউ গভীর মানুষ হয় না।”
তাঁর এই মন্তব্য শুনে পাশে বসে থাকা রণদীপ হুডা-ও তখন দারুণ চমকে গিয়েছেন। এক কথায়, হতবাক। অদিতি কিন্তু নিজের কথায় অটল ছিলেন। আরও বলেন, “আমাদের ছবিতে যৌনতা আছে, কিন্তু সেটা আমরা চাই বলেই আছে, কেউ চাপিয়ে দেয়নি।”
এই পুরনো ভিডিও ফের সামনে আসতেই নেটদুনিয়া ক্ষেপে ওঠে। কেউ লিখেছেন, “ম্যাডাম নিজের মুখটাই পুরো পাল্টে ফেলেছেন! মল্লিকা দারুণ, তাঁর কমিক টাইমিং অতুলনীয়।” অন্য কেউ কটাক্ষ করেছেন, “যাঁর নিজের মুখ ফিলার দিয়ে ভর্তি, তিনি আবার অন্যের সিলিকন নিয়ে উপদেশ দিচ্ছেন! অপূর্ব ব্যাপার!”
আরেকজন লিখেছেন, “বয়স গোপন করেন, মুখ নড়েচড়ে না ঠিক করে ফিলারের জন্য, অথচ মল্লিকাকে ছোট করছেন? বেশ ঢাকঢোল পিটিয়ে আত্মার জোরের কথা বলছেন!”
এদিকে অদিতি রাও হায়দারি শীঘ্রই আসছেন নতুন ওয়েব সিরিজ ‘ও সাথি রে’–তে, যেখানে তাঁর সঙ্গে আছেন অর্জুন রামপাল ও অবিনাশ তিওয়ারি। অন্যদিকে মালাইকা শেরাওয়াতকে সম্প্রতি দেখা গেছে ‘ভিকি বিদ্যা কা উওহ ওয়ালা ভিডিও’ ছবিতে, রাজকুমার রাও ও তৃপ্তি দিমরির সঙ্গে।
