বলিউডে পা রাখার পর প্রথম ছবিতেই বাজিমাত করেছেন নবাগত অহন পাণ্ডে। তাঁর প্রথম ছবি 'সাইয়ারা' বক্স অফিসে ব্লকবাস্টার হিট হওয়ার পর থেকেই দর্শকের কৌতূহল ছিল— এবার কোন নতুন প্রোজেক্টে দেখা যাবে এই উঠতি তারকাকে? সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার চাঞ্চল্যকর খবর সামনে এল। যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া প্রযোজিত এবং বিখ্যাত পরিচালক আলি আব্বাস জাফর পরিচালিত একটি বড় অ্যাকশন-রোম্যান্স ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অহন পাণ্ডে। এই ঘোষণার ফলে বি-টাউনে এখন থেকেই জোর গুঞ্জন শুরু হয়েছে যে, অহণ পাণ্ডে সম্ভবত বলিউডের পরবর্তী প্রজন্মের অ্যাকশন হিরো হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন।
মোহিত সুরি পরিচালিত 'সাইয়ারা' ছবিতে অনীত পাড্ডার বিপরীতে অহন পাণ্ডের অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছিল। ছবিটি কেবল বাণিজ্যিক সাফল্যই পায়নি, বরং অহন ও অনীতকে রাতারাতি বলিউডের 'মোস্ট প্রমিসিং নিউকামার' বা সবচেয়ে প্রতিশ্রুতিশীল নবাগতদের তালিকায় স্থান করে দিয়েছে। প্রথম ছবির বিপুল সাফল্যের পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাঁদের প্রিয় অভিনেতা তাঁর পরবর্তী পদক্ষেপ কী নেন। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অহাণ তাঁর দ্বিতীয় ছবির জন্য স্বাক্ষর করেছেন, যা একটি বৃহত্তর প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হতে চলেছে।

জানা গিয়েছে, অ্যাকশন-রোম্যান্স ঘরানার ছবিটির নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। এই ছবির পরিচালক হিসেবে থাকছেন আলি আব্বাস জাফর। যিনি 'সুলতান', 'টাইগার জিন্দা হ্যায়' এবং 'ভারত'-এর মতো মেগা হিট ছবি পরিচালনা করে বলিউডের অ্যাকশন ঘরানায় নিজের নাম প্রতিষ্ঠা করেছেন। অন্যদিকে, প্রযোজকের আসনে রয়েছেন আদিত্য চোপড়া। এটি যশ রাজ ফিল্মসের একটি গুরুত্বপূর্ণ প্রোজেক্ট হতে চলেছে, যা ২০২৬ সালের প্রথম দিকে ফ্লোরে যাওয়ার কথা রয়েছে। বর্তমানে ছবির চিত্রনাট্যের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং সঙ্গীত তৈরির পর্ব শুরু হয়েছে জোরকদমে।
অহনকে কাস্ট করার পিছনে পরিচালক আলি আব্বাস জাফরের বিশেষ আগ্রহ ছিল। সূত্রের খবর অনুযায়ী, অহনের প্রথম ছবি 'সাইয়ারা'-তে তাঁর আবেগপূর্ণ ও নাটকীয় দৃশ্যে অভিনয় দেখে পরিচালক মুগ্ধ হয়েছিলেন। জাফর এমন একজন অভিনেতাকে খুঁজছিলেন, যিনি অ্যাকশন ও রোম্যান্সের পাশাপাশি দৃশ্যের প্রয়োজনীয় গভীর আবেগ ফুটিয়ে তুলতে পারবেন। 'সুলতান'-এর মতো দুর্দান্ত ড্রামা এবং 'টাইগার জিন্দা হ্যায়'-এর মতো অ্যাকশন ছবিতেও যে পরিচালক গল্পের বুনন ও নাটকীয়তার উপর জোর দেন, তিনি অহাণ পাণ্ডের মধ্যে সেই ক্ষমতা খুঁজে পেয়েছেন।
অন্যদিকে, প্রযোজক আদিত্য চোপড়া মনে করেন, অহন পাণ্ডে এখনও দর্শকের কাছে সেভাবে পরিচিত নন, আর এটাই তাঁর সবচেয়ে বড় সুবিধা। তিনি বিশ্বাস করেন, একটি নতুন মুখ এই ধরণের বড় অ্যাকশন রোম্যান্স ছবিতে এক ধরণের চমক নিয়ে আসবে। 'সাইয়ারা'-র সাফল্যের পর অহনকে নতুন রূপে দেখার জন্য দর্শকের মধ্যে আগ্রহের পারদ আরও বাড়বে বলে মনে করছেন তিনি। পরিচালক ও প্রযোজক উভয়েই এই নতুন ছবির মাধ্যমে অহন পাণ্ডের অভিনয়ের এক সম্পূর্ণ ভিন্ন দিক তুলে ধরতে চান। জানা গিয়েছে, তীব্র আবেগ, রোম্যান্স এবং মারকাটারি অ্যাকশনের সাথে শক্তিশালী নাটকীয়তার এক নতুন জগতে অহনকে নিয়ে যাওয়া হবে এই ছবির মাধ্যমে।
উল্লেখ্য, এই ছবিটি আলি আব্বাস জাফর এবং আদিত্য চোপড়ার পঞ্চম যৌথ প্রয়াস। এর আগে তাঁরা 'মেরে ব্রাদার কি দুলহান', 'গুন্ডে', 'সুলতান' এবং 'টাইগার জিন্দা হ্যায়'-এর মতো সফল ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এই শক্তিশালী জুটি এবং নতুন তারকা অহণ পাণ্ডের মেলবন্ধন বলিউডে নতুন ব্লকবাস্টারের জন্ম দিতে পারে বলে আশা করা হচ্ছে। তবে অহনের বিপরীতে কাকে নায়িকা হিসেবে দেখা যাবে তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।
