নিজস্ব সংবাদদাতাঃ বাংলা ধারাবাহিকে রামকৃষ্ণ, বামাক্ষ্যাপা সহ আরও অনেক পৌরানিক আধ্যাত্মিক কাহিনি উঠে এসেছে। দর্শকমনে সেই সব মেগা আলাদা জায়গাও করে নিয়েছিল। এবার টেলিভিশনের পর্দায় উঠে আসবে 'আদ্যাপীঠ'-এর অজানা গল্প।  

আগামী ১৬ জুন থেকে আকাশ আট চ্যানেলে শুরু হচ্ছে ‘আদি শক্তি আদ্যাপীঠ’। এর আগে বামাক্ষ্যাপা, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে ছোট পর্দায় একাধিক কাজ হলেও আদ্যাপীঠ বা আদ্যা মা-কে নিয়ে ধারাবাহিক প্রথমবার। আগামী সোমবার থেকে সন্ধে সাতটায় এই ধারাবাহিক দেখতে পাবেন দর্শকেরা। সোম থেকে শনিবার এই মেগা সম্প্রচারিত হবে। 

ধারাবাহিকটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সুশান্ত বসু। গবেষণায় গীতা বিশ্বাস, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রাকেশ ঘোষ। দেবী আদ্যাকে নিয়ে ধারাবাহিকের নামকরণ হলেও মূলত অন্নদাচরণ এবং মণিকুন্তলাকে নিয়েই এগিয়ে যাবে এই গল্প। কীভাবে অন্নদাচরণের হাতে প্রাণ প্রতিষ্ঠা পান আদ্যা মা, সেই কাহিনি ফুটে উঠবে মেগায়।  

ঘটনাচক্রে রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দকেও সম্ভবত এই ধারাবাহিকে পরবর্তী সময়ে দেখতে পাবেন দর্শকেরা। অন্নদাচরনের চরিত্রে অভিনয় করছেন রৌনক ভট্টাচার্য। এছাড়া মনিকুন্তলা হয়েছেন দিগন্তিকা চৌধুরি, আদ্যার মা-র চরিত্রে মধুশ্রী পাল, অভয়াচরন শুভজিৎ বক্সি, তিলোত্তমা মোমিতা দত্ত, সিদ্ধেশ্বর সমীর কুমার চরিৎ, বিমলার চরিত্রে মৌসুমী চক্রবর্তীকে দেখা যাবে। 

পুরাণ মতে,  আদি শক্তি মহামায়াই চণ্ড-মুণ্ড বধের নিমিত্ত দেবী পার্বতীর কোষ সঞ্জাতা দেবী কৌষিকী বা দেবী কালী, তিনিই দেবী আদ্যা। আদিযুগে, উপজাতি অধ্যুষিত গয়ার রামশিলা পর্বতের গুহায় পূজিতা হত দেবী আদ্যার মূর্তি। ঘটনাক্রমে সেই মূর্তি আসে কলকাতায়। ইডেন গার্ডেনের নারকেল ও পাকুড় গাছের তলায়পুকুরের মধ্যে প্রোথিতা ছিল দেবীমূর্তি। ১৯১১ সালে চট্টগ্রামের মেধাবী আত্মবিশ্বাসী যুবক অন্নদাচরণ ভট্টাচার্য কবিরাজি বিদ্যা শিক্ষার জন্য কলকাতায় আসেন। তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কর্তৃক স্বপ্না দিষ্ট হয়ে মূর্তিটি উদ্ধার করেন। কিন্তু পুনরায় স্বপ্নাদেশ পেয়ে সেই মূর্তি বিসর্জন দিতে হয় হুগলি নদীতে। মূর্তি উদ্ধার ও বিসর্জন- এই দুইয়ের মধ্যবর্তী ক্ষণিক সময়েই স্বামী বিবেকানন্দের আদর্শ প্রাণিত অন্নদাচরণের জীবনে আসে আমূল পরিবর্তন। সংসারী, বিবাহিত, সন্তানের জনক, উচ্চাভিলাষী অন্নদাচরণ হয়ে উঠে ঋষি সমতুল্য অন্নদাঠাকুর। প্রতিষ্ঠা করেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্ঘের এবং আদ্যাপীঠ মন্দিরের। পুরাণের এই কাহিনিই এবার ধারাবাহিকে দেখতে পাবেন দর্শকরা।