‘সাইয়ারা’ ছবির নাম এইমুহূর্তে দারুণ আলোচিত দর্শকের মধ্যে। এই ছবির নায়ক আহান পাণ্ডে ও নায়িকা অনীত পাড্ডাকে নিয়ে বিস্তর চর্চা চলছে। ‘সাইয়ারা’ ছবিতে মিষ্টি, কোমলস্বভাব গায়িকা ‘বাণী বত্রা’-র চরিত্রে দর্শকদের মন কেড়েছিলেন নবাগতা অভিনেত্রী অনীত। আর এবার সেই অনীত-ই ফের পর্দায় আসছেন সম্পূর্ণ বিপরীত এক ভূমিকায়—এক ধর্ষিত কিশোরীর চরিত্রে, যে লড়ছে এক প্রভাবশালী ধর্মগুরুর বিরুদ্ধে। আসন্ন ওটিটি সিরিজ ‘ন্যায়’-এ দেখা যাবে এই দুঃসাহসিক চরিত্রে তাঁকে। আর এই চরিত্র তাঁর কেরিয়ারের সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরা।
ইন্ডাস্ট্রির খবর, অনীত পাড্ডা বর্তমানে যশ রাজ ফিল্মসের সঙ্গে একটি তিন-ছবির একচেটিয়া চুক্তিতে আবদ্ধ। ‘সাইয়ারা’-র সহ-অভিনেতা আহান পাণ্ডে-র মতো তিনিও রয়েছেন এই চুক্তির আওতায়। কিন্তু ‘সাইয়ারা’র আগেই অনীত শুট করে ফেলেছিলেন এই ‘ন্যায়’ নামের সিরিজটির।
ন্যায় তৈরি হয়েছে বাস্তব ঘটনার প্রেক্ষিতে। এক প্রভাবশালী ধর্মগুরু কর্তৃক ধর্ষিত এক ১৭ বছর বয়সী কিশোরীর বিচার পাওয়ার লড়াই নিয়েই এই গল্প। সমাজে ধর্মীয় ক্ষমতার অপব্যবহার, আইন, বিচারব্যবস্থা এবং নারীর সংগ্রাম—সব মিলিয়ে সিরিজটি একেবারে বাস্তব আর স্পর্শকাতর এক ছবি আঁকে।
ন্যায় সিরিজে অনীত পাড্ডা ছাড়াও রয়েছেন একগুচ্ছ চেনা অভিনেতা-অভিনেত্রী -
অনীত পাড্ডা: এক কিশোরী ধর্ষিতা, যে আদালতের শরণাপন্ন হয়ে ন্যায়বিচারের খোঁজে নেমেছে।
ফতিমা সানা শেখ: এক দৃঢ়চেতা পুলিশ অফিসার হিসেবে।
অর্জুন মাথুর: একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
এছাড়াও রঘুবীর যাদব, মোহম্মদ জিশান আইয়ুব এবং রাজেশ শর্মা-র মতো অভিজ্ঞ অভিনেতারাও আছেন গুরুত্বপূর্ণ সব চরিত্রে। বলাই বাহুল্য, এই সিরিজে অনীতের চরিত্র একেবারে ভিন্ন ঘরানার। 'সাইয়ারা'-তে যিনি ছিলেন সঙ্গীতমগ্ন, মিষ্টি স্বভাবের, এখানে তিনি রীতিমতো বিস্ফোরক, রাগে-ক্ষোভে জর্জরিত এক প্রতিবাদী কিশোরী।
কারা বানালেন ‘ন্যায়’? সিরিজটি পরিচালনা করেছেন নিত্যা মেহরা — যাঁর পরিচিতি ‘বার বার দেখো’ ও ‘মেড ইন হেভেন’-এর মতো কাজ দিয়ে।
তাঁর স্বামী করণ কাপাডিয়া-ও এই প্রজেক্টে সহ-পরিচালক। সিরিজটি প্রযোজনা করেছে সমীর নায়ার-এর অ্যাপ্লজ এন্টারটেইনমেন্ট। সহ প্রযোজনায় মনগতা ফিল্মস।নিত্যা ও করণের সঙ্গে এটা অনীত পাড্ডার দ্বিতীয় কাজ। এর আগে অ্যামাজন প্রাইম ভিডিওর ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ সিরিজে প্রধান চরিত্রে ছিলেন অনীত। সেখানে তিনি ‘রুহি আহুজা’ চরিত্রে দর্শকদের নজরে আসেন।
এদিকে, ‘সাইয়ারা’ বক্স অফিসে সাফল্যের পর অনীত পাড্ডা সম্প্রতি দেখা দিলেন মুম্বই বিমানবন্দরে, যেখানে তাঁকে সিঙ্গাপুর রওনা দিতে দেখা যায়। শোনা যাচ্ছে, ছবির টিমের সঙ্গে মিলিতভাবে সেখানে উদযাপন চলছে। পাপারাজ্জিদের অনুরোধে মাস্ক খুলে কিছু সময়ের জন্য ছবি তুললেও তিনি লাজুক ভঙ্গিতে বলেন,“আমার কিন্তু বেশ লজ্জা-ই লাগছে।..” এতেই বোঝা যায়, রেড কার্পেটের ঝলকানি ছাপিয়ে আনীত এখনও মাটির কাছাকাছি রয়েছেন।
ভারতের বর্তমান সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপটে ‘ন্যায়’ এক অতি প্রয়োজনীয়, সাহসী এবং সময়োপযোগী গল্প। অনীত পাড্ডার মতো নবাগত অভিনেত্রীর এমন একটি চরিত্রে উঠে আসা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এখন দেখার, বাস্তব জীবনের ভয়ংকর অভিজ্ঞতাকে কতটা সৎ ও জোরালোভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারে এই সিরিজ।
