নিজস্ব সংবাদদাতা: কয়েক দিনের বিরতির পর নতুন কাজে ফিরছেন অভিনেত্রী অলকানন্দা গুহ। স্টার জলসার 'বধুয়া' এবং 'চিনি' ধারাবাহিকের পর এবার অলকানন্দাকে দর্শকেরা দেখতে চলেছেন বুলেট সরোজিনী ধারাবাহিকে, বেশ মজার চরিত্র দেখা যাবে এই অভিনেত্রীকে। কিছুদিন আগেই স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’। তবে প্রথম থেকে এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত না হলেও কয়েকদিনের মধ্যেই দেখা যাবে অলকানন্দা গুহকে। তবে কোন চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে?
ফের কাজে ফিরতে পেরে আপাতত ফুরফুরে মেজাজে অলকানন্দা। বেশ মজার একটি চরিত্রে এই ধারাবাহিকে দেখা যাবে তাকে। অলকানন্দা জানিয়েছেন, ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম তৃপ্তি। বস্তিতেই থাকে সে। তাঁর বিপরীতে দেখা যাবে ভিকি নন্দীকে। দু'জনের মধ্যে একটি মিষ্টি মজার প্রেমের সম্পর্ক দেখতে পাবেন দর্শকেরা। এক দু'দিনের মধ্যেই সম্ভবত তাঁকে পর্দায় দেখতে পাবেন দর্শকেরা। এখনই বেশ কিছু বলতে নারাজ অভিনেত্রী। তবে ধারাবাহিকের গল্প অনুযায়ী তাঁর অভিনীত চরিত্র কীভাবে বদলায়, সেটাই এখন দেখার।
এই ধারাবাহিকে নিজের লুক থেকে চরিত্র- সব নিয়েই মোটের উপর বেশ খুশি অলকানন্দা। ছোটপর্দায় একাধিক কাজের পাশাপাশি বড়পর্দাতেও কাজ করতে চলেছেন এই অভিনেত্রী। প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে বিশেষ চরিত্রের অভিনয় করছেন অলকানন্দা। পাশাপাশি বোন অনন্যার সঙ্গে চুটিয়ে নানান কনটেন্টও বানাচ্ছেন সামাজিক মাধ্যমে, যা বেশ মজার। ইতিবাচক এবং নেতিবাচক দু'ধরনের চরিত্রেই অলকানন্দাকে দেখেছেন দর্শকেরা।
