নিজস্ব সংবাদদাতা: ‘হেমলক সোসাইটি’র মুক্তির পর কেটে গিয়েছে ১৩ বছর। সৃজিত মুখোপাধ্যায় এ বার ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েল নিয়ে আসছেন। নাম ‘কিলবিল সোসাইটি’। ছবিতে মুখ্যভূমিকায় আরও একবার দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। তাঁর পাশাপাশি এই ছবিতে রয়েছেন কৌশানি মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা। তবে জানেন কি, সৃজিতকে এই ছবি তৈরির প্রেরণা জুগিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি!

 

এদিন সকালে সমাজমাধ্যমে ফেসবুকে একটি খবর ভাগ করে নিয়েছেন সৃজিত। কী সেই খবর? ওই খবরে দাবি করা হয়েছে, পরিবেশ পরিস্থিতির চাপে অ্যাঞ্জেলিনা জোলি একবার নিজের পরিবারের এক সদস্যকে গুপ্ত হত্যা করার জন্য এক সুপারি কিলারকে ভাড়া করেছিলেন! কারণ তাঁর মনে হয়েছিল আত্মহত্যা করার থেকে পরিবারের সেই সদস্যকেই মেরে ফেলা-ই বেশি শ্রেয়। এরপর সেই ঘাতক সব শুনে অস্কারজয়ী অভিনেত্রীকে পরামর্শ দিয়েছিল, অ্যাঞ্জেলিনা যেন নিজের এই ভাবনাটা পাকাপোক্ত করার জন্য আরও দু’মাস যেন সময় নেন। অর্থাৎ যাতে তিনি নিজের সিদ্ধান্ত নিয়ে নিশ্চিত হতে পারেন।সেই সময়ের পর অভিনেত্রীর ভাবনা কোন জায়গায় স্থির হয়েছে তা জানতে সে অর্থাৎ সেই ঘাতক নিজেই ফোন করবে! 

 

 

এই খবরটি পোস্ট করে নাম না করে নিজের নিন্দুকদের উদ্দেশ্যে সৃজিত লেখেন, “যারা ষড়যন্ত্র সন্ধানী,তাদের বলছি এই ঘটনা-ই হল ‘কিলবিল সোসাইটি’ ছবির গল্পের প্রেরণা। তাই অস্থির হবেন না, আরাম করে বসুন আর ছবির সুর উপভোগ করুন।" সহজ কথায়, এই ঘটনাই অনুপ্রেরণা হয়ে উঠেছে ‘কিলবিল সোসাইটি’-র কাহিনির।

 


প্রসঙ্গত,  ‘কিলবিল সোসাইটি’তে 'আনন্দ কর' ওরফে পরমব্রত চট্টোপাধ্যায় চুল কামিয়ে হাজির হবেন নয়া অবতারে। সে নাকি আর আগের মতো হাসি–খুশি মজার মানুষ নেই। বরং অনেক ঠান্ডা, কঠিন। যে মৃত্যুর অ্যানাটমি সবার থেকে ভাল বুঝত, এবার সেই নাকি ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবে। আনন্দের সঙ্গে এ বার থাকছে 'পূর্ণা আইচ' ওরফে কৌশানী মুখোপাধ্যায়। গল্পে সে কোনও নিয়মের ধার ধারে না। সে কোনও কিছুকেই ভয় পেত না। কিন্তু ক্রমশ ভয় তাকে গ্রাস করে। পরিবর্তন হয় তার। কেন এই আমূল পরিবর্তন? এই সবের উত্তর লুকিয়ে রয়েছে 'কিলবিল সোসাইটি'তে। ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়, রণজয় ভট্টাচার্য। ছবিটি প্রযোজনা করছে এসভিএফ।আগামী ১১ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।