সংবাদ সংস্থা মুম্বই: বছর শেষের মুখে খারাপ খবর। ২৯ বছরের দাম্পত্যে ছেদ টানলেন সঙ্গীতশিল্পী এ আর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা বানু। সায়রার আইনজীবী বন্দনা শাহ এই দম্পতির বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাঁদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশও করেন। 

 

বন্দনা শাহর তরফে আরও জানানো হয়েছে সম্পর্কে বোঝাপড়ার সমস্যা ও নানান মানসিক চাপের জন্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন রহমান-সায়রা। একে অপরের প্রতি তাঁদের গভীর ভালবাসা সত্ত্বেও, এই দম্পতি খেয়াল করেছেন তাঁদের মধ্যে অনেক ব্যবধান, দূরত্ব তৈরি হয়েছে।  যা এই মুহুর্তে কোনও পক্ষই পূরণ করতে সক্ষম নয় বলে মনে করছেন তাঁরা। প্রসঙ্গত, ১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন এ আর রহমান। তাঁদের তিন সন্তান খতিজা,  রহিমা ও আমিন।

 

নিজের বিচ্ছেদ সম্পর্কে সমাজমাধ্যমে মুখ খুলেছেন অস্কারজয়ী সুরকার নিজেও। রহমান লিখেছেন, "আমরা চেয়েছিলাম দাম্পত্যের ৩০ বছরে হইচই করে পা রাখতে। কিন্তু অকল্পনীয় এক প্রান্তিক পর্বে আমরা খুব তাড়াতাড়ি পা রাখলাম। ঈশ্বরের সিংহাসনও  বোধহয় টলমল করছে দু'টি ভগ্ন হৃদয়কে দেখে। এরকম ভয়ঙ্কর এক সময়ে আমাদের মনের যে ভাঙ্গা অংশগুলো এদিক ওদিক ছড়িয়ে আছে তা আর বোধহয় জোড়া লাগবে না। আমাদের বন্ধুদের, যারা আমাদের গোপনীয়তাকে সম্মান জানিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। আশা করব, এই দুঃসময় পেরিয়ে যেতে পারব।"  

 

 

এআর রহমানের ছেলে এআর আমিনও সমাজমাধ্যমে সকলকে অনুরোধ জানিয়েছেন, তাঁদের পরিবারকে যেন এই সময়টুকু নিজেদের মতো কাটাতে দেওয়া হয়।