নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দা থেকে অভিনয়ে যাত্রা শুরু স্বীকৃতি মজুমদারের। সিরিয়াল থেকে সিরিজ বর্তমানে তিনি মন জয় করেছেন সব ক্ষেত্রেই। সম্প্রতি 'হইচই'-এর পুজো স্পেশাল মিনি সিরিজে দেখা গিয়েছে নায়িকাকে। এর আগে দর্শক তাঁকে শেষ দেখেছিলেন জি বাংলার 'আলোর কোলে' ধারাবাহিকে 'আলো'র চরিত্রে। ধারাবাহিক শেষ হওয়ার পর কিছুদিনের বিরতি নিয়ে ফের ফ্লোরে ফিরেছেন তিনি। 

 


এর মাঝেই এল দারুণ খবর। গোপনে বিয়ে সেরেছেন অভিনেত্রী। খুব সম্ভবত গত সেপ্টেম্বরেই বিয়েটা সেরেছেন স্বীকৃতি। তবে টের পায়নি ইন্ডাস্ট্রির কেউ। সম্পূর্ণ অবাঙালি মতে বিয়ে মতে বিয়ে করেছেন অভিনেত্রী। সিম্ফোনি অফ সাটারস নামক ইউটিউব এবং ইনস্টাগ্রাম একাউন্ট থেকে মূলত স্বীকৃতির বিয়ের ছবি আর ভিডিও ফাঁস হয়েছে।

অভিনেত্রী নিজে থেকে তার বিয়ের কোনও খবর বা ছবি পোস্ট করেনি। আসলে সিম্ফোনি অফ সাটারস একটি ওয়েডিং ফটোগ্রাফি পেজ। যারা স্বীকৃতির বিয়েতে ছবি ও ভিডিওর দায়িত্বে ছিলেন। আর তাদের পেজ থেকেই মিলেছে অভিনেত্রীর বিয়ের খবর। 


স্বীকৃতির স্বামী ইন্ডাস্ট্রির কেউ নন, নাম রাহুল। বহুদিনের প্রেমিকের সঙ্গে বিদেশেই হয়তো বিয়েটা করেছেন অভিনেত্রী। এমনটাই বোঝা যাচ্ছে ওই ভিডিও দেখে।

হালকা গোলাপি রঙের লেগেঙ্গা আর ভারী গয়নায় এদিন সেজেছিলেন নায়িকা। রাহুলের পরনে ছিল সাদা শেরওয়ানি। যুগলে তাঁদের খুশির দিনের কোনও মুহুর্তই সোশ্যাল মিডিয়ায় ভাগ করেননি তাঁরা।