আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় টেলিভিশনের ইতিহাসে এমন চমক শেষ কবে দেখা গিয়েছে, মনে করতে পারছেন না অনেকেই। এবার স্টার প্লাসের ধারাবাহিক ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’তে দেখা যাবে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ধনকুবের বিল গেটসকে। টিনসেল টাউনের গুঞ্জন ইঙ্গিত দিচ্ছে সেদিকেই। এমনকী স্মৃতি ইরানি অভিনীত এই ধারাবাহিকে নাকি দেখা যেতে পারে বিখ্যাত হলিউড তারকা উইল স্মিথকেও।

স্টার প্লাসের আইকনিক ধারাবাহিক ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’-এর বহু প্রতীক্ষিত দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের উন্মাদনা প্রথম থেকেই ছিল তুঙ্গে। সম্প্রতি পার্বতীর (সাক্ষী তনওয়ার) আগমনে গল্পের মোড় ঘুরেছে। কিন্তু এ বার যা শোনা যাচ্ছে, তাতে শুধু বিরানি পরিবার নয়, তোলপাড় হতে পারে গোটা বিনোদন মহল। সূত্রের খবর, এই ধারাবাহিকের বিশেষ পর্বে দেখা মিলতে পারে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটসের! শুধু তাই নয়, গুঞ্জন রটেছে অস্কারজয়ী হলিউড মেগাস্টার উইল স্মিথকে নিয়েও।
নির্মাতাদের তরফে পাওয়া খবর অনুযায়ী, বিল গেটসের সঙ্গে একটি বিশেষ পর্বের শ্যুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই খবর প্রায় নিশ্চিত। জানা গিয়েছে, ধারাবাহিকের গল্পে বিল গেটস এবং স্মৃতি ইরানি তথা তুলসীর মধ্যে একটি দীর্ঘ ভিডিও কল দেখানো হবে। এই বিশেষ ট্র্যাকটি একটি বা দু’টি নয়, টানা তিনটি পর্ব ধরে সম্প্রচারিত হবে।
আরও পড়ুন: গাড়ির মধ্যেই ‘অপারেশন থিয়েটার’! লিঙ্গবৃদ্ধির নামে ইন্টারনেট দেখে এ কী করতেন হাতুড়ে ডাক্তার? চোখ কপালে পুলিশের
আরও পড়ুন: নারী-পুরুষ সকলেই নগ্ন হয়ে ঘোরেন! একটি সুতোও থাকে না গায়ে! দেখুন বিখ্যাত সব ‘নগ্ন সৈকত’-এর ছবি

কিন্তু বিনোদন জগতের সঙ্গে হঠাৎ বিল গেটসের মতো ব্যক্তিত্ব কেন? জানা গিয়েছে, এই বিশেষ গাঁটছড়ার নেপথ্যে রয়েছে একটি মহৎ উদ্দেশ্য। ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ বিশ্বজুড়ে স্বাস্থ্যক্ষেত্রে, বিশেষত অন্তঃসত্ত্বা মহিলা এবং নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা প্রসারে কাজ করে। তার প্রচারের সূত্রেই এই ‘কোলাবরেশন’। খোদ স্মৃতি ইরানিই নাকি এই উদ্যোগ নিয়েছেন। তিনি চেয়েছেন, তাঁর ধারাবাহিকের বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে গল্পের মাধ্যমে দর্শকদের কাছে স্বাস্থ্য ও সামাজিক সচেতনতার গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে।

বিল গেটসের খবর যদি হয় ‘চমক’, তবে দ্বিতীয় খবরটি রীতিমতো ‘বিস্ফোরণ’। বলিপাড়ার অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে, বিল গেটসের পর এ বার বিরানি পরিবারের দরজায় কড়া নাড়তে পারেন স্বয়ং উইল স্মিথ! পার্বতীর এন্ট্রির পর থেকেই মিহির ও তুলসীর সম্পর্কের সমীকরণ নিয়ে দর্শকমহলে আগ্রহ তুঙ্গে। গুঞ্জন, ঠিক এই সময়েই এন্ট্রি হতে পারে স্মিথের। তাঁর চরিত্রটির কাজ হবে মিহির এবং তুলসীর মধ্যেকার দূরত্ব মিটিয়ে তাঁদের পুনরায় এক ছাদের তলায় আনা।
রটনা আরও বলছে, এই ক্যামিওর অনুপ্রেরণা নাকি অস্কারের মঞ্চে স্মিথের সেই বিতর্কিত ‘চড়-কাণ্ড’! যে ভাবে তিনি স্ত্রীর সম্মানের জন্য রুখে দাঁড়িয়েছিলেন, সেই আবেগকেই কাজে লাগাতে চান নির্মাতারা। ভালবাসা, পারস্পরিক সম্মান এবং কঠিন সময়ে সঙ্গীর পাশে দাঁড়ানোর বার্তা দেবেন তিনি। যদি এই জল্পনা সত্যি হয়, তবে তা যে শুধু ‘কিঁউকি’-এর টিআরপিই বাড়াবে না, ভারতীয় টেলিভিশনের ইতিহাসেও এক নতুন অধ্যায় রচনা করবে। দর্শকরা যে এই অভাবনীয় মোড়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।