ফের বায়োপিকে অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। এবার তাঁর পরবর্তী প্রজেক্ট হল উজ্জ্বল নিকমের জীবনী অবলম্বনে একটি ছবি। সূত্রের খবর, চলতি বছর অক্টোবরেই শুরু হতে চলেছে এই ছবির শুটিং।

 


জানা গিয়েছে, এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অবিনাশ অরুণ। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন দীনেশ বিজন এবং ম্যাডক ফিল্মস। মুম্বইয়ের কুখ্যাত অপরাধ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে উজ্জ্বল নিকমের অবদানের কথা সকলেরই জানা। তাঁর জীবন, মামলা পরিচালনার পদ্ধতি এবং ব্যক্তিত্বের নানা দিক উঠে আসবে এই বায়োপিকে।

 


জানা যাচ্ছে, এই ছবির প্রস্তাব গিয়েছিল প্রথমে আমির খানের কাছে।‌ তারপর যদিও 'মিস্টার পারফেকশনিস্ট'-এর কাছে দাদাসাহেব ফালকের বিয়োপিকের প্রস্তাব গিয়েছে। যা লুফে নিয়েছেন তিনি। তাই উজ্জ্বল নিকমের জীবন নিয়ে তৈরি ছবি ছেড়েছেন আমির। আর সেই প্রস্তাবে এবার সাড়া দিয়েছেন রাজকুমার রাও। 

 

প্রসঙ্গত, রাজকুমার রাও এর আগেও বাস্তব চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এই ছবিতেও তাঁর অভিনয় দেখার জন্য দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী সপ্তাহেই ছবির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে খবর। বর্তমানে চলছে এই ছবির প্রি-প্রোডাকশনের কাজ। পুলিশের ফাইল, আদালতের নথি এবং সংবাদমাধ্যমের রিপোর্ট ঘেঁটে তৈরি হচ্ছে ছবির চিত্রনাট্য।

 

আরও পড়ুন: ঘনিষ্ঠ দৃশ্যে নিজেকে সামলাতে পারলেন না বিদ্যা বালান! সহ-অভিনেতাকে মুখ ফসকে এ কী বলে ফেললেন অভিনেত্রী?


উল্লেখ্য, উজ্জ্বল নিকম দেশের অন্যতম বিখ্যাত আইনজীবী। যিনি ২০০৮ সালের মুম্বই হামলাসহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার নেতৃত্বে ছিলেন। তাঁর জীবনের নানা টানাপোড়েন ও সাফল্যের কাহিনি এবার উঠে আসবে বড়পর্দায়। চলচ্চিত্রপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এটি হতে চলেছে বছরের অন্যতম প্রত্যাশিত ছবি। 

 

অন্যদিকে, রাজকুমারকে পরবর্তীতে দেখা যেতে চলেছে বাংলার 'দাদা' সৌরভ গাঙ্গুলির বায়োপিকেও। ইতিমধ্যেই বাংলার মহারাজকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য অপেক্ষায় আছেন অভিনেতা। 

 

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই একটি রহস্যময় ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে চর্চার কেন্দ্রে উঠে এসেছিলেন অভিনেতা দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখা। পোস্টে তাঁরা লিখেছিলেন, “বিশেষ কিছু হতে চলেছে. সেই বিশেষ সুখবরটি সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছি। শুধু একটু অপেক্ষা করুন আপনারা” ব্যস, মুহূর্তে ছড়িয়ে পড়ে গুজব—তাঁরা কি তবে প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন?

 

তবে সেই জল্পনায় নিজেই জল ঢেলে দিয়েছিলেন খোদ রাজকুমার। সমাজমাধ্যমেই স্পষ্ট লিখে দিয়েছিলেন, “আমরা কিন্তু এখনই বাবা-মা হচ্ছি না।” অর্থাৎ, তখনই গুঞ্জন থামিয়ে দিয়েছিলেন পর্দার 'মালিক'। কিন্তু জুলাই মাসে এসে, একদম আনুষ্ঠানিকভাবে রাজকুমার ও পত্রলেখা ঘোষনা করলেন—তাঁদের পরিবারে আসছে নতুন অতিথি!

 


প্রসঙ্গত, রাজকুমার রাও ও পত্রলেখার প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল ২০১০ সালে। দীর্ঘ ১১ বছর প্রেমের পর ২০২১ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই বন্ধুত্ব, প্রেম ও আস্থার দীর্ঘ সফরের পর এবার তাঁরা পা রাখছেন নতুন এক পর্বে—পিতৃত্ব ও মাতৃত্বের জগতে। এই খুশির খবরে যেমন উচ্ছ্বসিত তাঁদের ভক্তরা, তেমনই বলিউড ইন্ডাস্ট্রিও অপেক্ষা করছে এই নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য।