বলিউডের অন্তঃসত্ত্বা হওয়ার খবর মানেই পলকা ডটস ড্রেস। এই ধরনের পোশাক পরে সামনে এসেছিলেন অনুষ্কা শর্মা থেকে কিয়ারা আদবানিও।‌ তাঁদের সন্তান আসার খবর প্রথমে এভাবেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তাঁরা। তাই কোনও অভিনেত্রীকে পলকা ডটস ড্রেস পরতে দেখলেই নেটপাড়ায় গুঞ্জন শুরু হয়ে যায়। এমনটা ছড়িয়েছিল অভিনেত্রী ক্যাটরিনা কইফকে নিয়েও। তবে দু-তিন বছর কেটে গেলেও জল্পনার আর অবসান হয়নি। এবার আবারও চর্চায় উঠে এলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা।

 

 

ক্যাটরিনা ও ভিকির সম্পর্ক শুরুর দিন থেকেই তা নিয়ে প্রবল কৌতূহল অনুরাগীদের। পরে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করে নেন দু’জনই। ২০২১ সালের ডিসেম্বরে চার হাত এক হয় তারকা যুগলের। সেই বিয়ের ভিডিও, ছবি ভাইরাল হয়ে যায়। কিন্তু বিয়ের পরে মধুচন্দ্রিমায় যাওয়ার অবসরটুকুও ছিল না ব্যস্ত কেরিয়ারের দাপটে। এখন অবশ্য একে অন্যকে চোখে হারান তারকা দম্পতি।

 

আরও পড়ুন: জাতীয় পুরস্কার হাতে পেয়ে আবেগে ভাসলেন করণ জোহর, সেরা অভিনেত্রীর সম্মান কাকে উৎসর্গ করলেন রানি?

 

আবারও নেটপাড়ায় উঠল সেই এক প্রশ্ন। ক্যাটরিনা কইফ কি এবার সত্যি মা হতে চলেছেন? সম্প্রতি যে ছবি নেটপাড়ায় জায়গা করে নিয়েছে তা দেখে প্রাথমিকভাবে অনেকের মনে তেমনই ধারণা তৈরি হচ্ছে। কারণ এক ঢিলেঢালা সাদা পোশাকে এবার দেখা গেল ক্যাটরিনা কইফকে। পাশাপাশি তিনি ক্রমাগত নিজেকে আড়াল করে চলেছিলেন। তা দেখা মাত্রই নেটপাড়ায় একশ্রেণি প্রশ্ন তোলেন, তবে কি এবার সত্যি মা হতে চলেছেন ক্যাটরিনা?

 

 

যদিও এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি ক্যাটরিনা বা ভিকি। তবে অতীতে এই নিয়ে যখন একাধিকবার জলঘোলা হয়েছিল, তখন এক সাক্ষাৎকারে ক্যাটরিনা নিজেই বলেছিলেন– এ এমন এক খবর যা চেপে বা লুকিয়ে রাখা যায় না। ফলে তেমন কিছু হলে নিশ্চিত জানা যাবে। এখন দেখার, এবার সত্যি সুখবর আসতে চলেছে কি না, এই জুটির তরফ থেকে।

 

 

 

কিছুদিন আগেই অবসর পেয়েই ক্যাটরিনাকে নিয়ে লন্ডন পাড়ি দিয়েছিলেন অভিনেতা। বেকার স্ট্রিটের রাস্তায় ক্যামেরাবন্দি হয়েছিলেন তারকা দম্পতি। যদিও তখনও ছড়িয়েছিল এমন জল্পনা।অভিনেত্রী এমন ওভারকোট পরেছিলেন যাতে তাঁর শরীর প্রায় ঢেকে যায়। ভিকির পরনে ছিল ব্লু ডেনিম। সামনে থেকে দ্রুত এক ব্যক্তি হেঁটে আসছিলেন। তাঁর গতি দেখে সতর্ক হন অভিনেতা। হাত দিয়ে আলতো করে ক্যাটরিনাকে আগলে নেন।

 

যদিও ক্যাটরিনার ক্ষেত্রে এমন রটনা নতুন নয়। এর আগেও একাধিকবার তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার রটনা শোনা গিয়েছে।

যদিও এক্ষেত্রে অনেকেই প্রশ্ন তুলছেন ৪২ বছর বয়সে এসে কীভাবে মা হবেন ক্যাটরিনা? তবে কি আইভিএফ পদ্ধতি বেছে নেবেন তারকা জুটি?

অনেকেই আবার বারবার এই অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনাকে হাসির খোরাক হিসেবে দেখেছেন। কিন্তু এবার এই রটনা ঘটনায় পরিণত হোক, এমনই আশা অনুরাগীদের।