সংবাদসংস্থা মুম্বই: শিল্পা শেঠি বলিউডের সবচেয়ে প্রিয় অভিনেত্রীদের একজন। অভিনয়, ফিটনেস - সব কিছুতেই তিনি সেরা। ব্যাবসায়ী স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে তাঁর সুখী দাম্পত্যও থাকে দর্শকের চর্চায়।
বলিউডের অন্যতম 'পাওয়ার কাপল' হিসাবে পরিচিত শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। কঠিন সময়েও একে অপরের পাশে থেকেছেন তাঁরা। সম্প্রতি, এক সাক্ষাৎকারে রাজ কুন্দ্রার গোপন কথা ফাঁস করলেন শিল্পা। বিয়ের সময় নাকি অভিনেত্রীকে কঠিন শর্ত দিয়েছিলেন রাজ! শিল্পার কথায়, "বিয়ে ঠিক হলেও একের পর এক ছবির জন্য বারবার বিয়ের দিন পিছিয়ে দিচ্ছিলাম। সানি দেওলের সঙ্গে তখন 'দ্য ম্যান'-এর শুটিং শুরু হওয়ার কথা ছিল, সেই সময় কাজ অতিষ্ট হয়ে পড়ে। জানায় যে, হয় ছবির কাজ করব নয়তো রাজের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখব। এই দোটানার মাঝে তখন রাজকেই বেছে নেই। যদিও ছবিটি পরে শুট করেছিলাম। তবে আমি মনে করি, রাজকে বিয়ে করার সিদ্ধান্ত জীবনের সবচেয়ে ভাল সিদ্ধান্তগুলোর মধ্যে একটা।
এর আগে বলিপাড়ায় গুঞ্জন ছিল, শিল্পা নাকি শুধুমাত্র অর্থের জন্য ব্যবসায়ীকে বিয়ে করেছেন- এমন অভিযোগ তাঁর বিরুদ্ধে। যদিও অভিনেত্রী এইসব কটাক্ষকে পাত্তা দেননি আগেও। এক সাক্ষাৎকারে রাজ কুন্দ্রাকে বিয়ে করার বিষয়ে এই কটাক্ষের জবাব দিয়েছিলেন অভিনেত্রী। শিল্পা বলেন, "আমি যখন রাজকে বিয়ে করি তখন গুগলের সমীক্ষা অনুযায়ী আমি ১০৮তম ধনী ব্রিটিশ ভারতীয় হিসাবে তালিকাভুক্ত ছিলাম। আমি আজ আরও ধনী, এবং আমি আমার সমস্ত আয়কর, জিএসটি - সবকিছুই পরিশোধ করি।"
অভিনেত্রীর কথায়, "একজন সফল মহিলা তাঁর সঙ্গীর কাছে অর্থ খোঁজেন না। রাজ ধনী। কিন্তু তাঁর অর্থ দেখে আমি বিয়ের সিদ্ধান্ত নিইনি।"
