সংবাদসংস্থা মুম্বই: বলি অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বরাবরই দর্শকের মনে পছন্দের অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নিয়েছেন। তাঁর অভিনয় থেকে নতুন কাজ, এমনকী অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও উঠে আসে নেটিজেনদের চর্চায়। একের পর ছবিতে দর্শকের মন কাড়লেও কোন ঘরানার ছবিতে কাজ করতে চান শ্রদ্ধা? সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এই বিষয়ে নিজেই মুখ খুলেছেন তিনি। 

থ্রিলার, রমকম, হরর, কমেডি ঘরানায় কাজ করার পর শ্রদ্ধা জানান আগামিদিনে তিনি ইতিহাস নির্ভর ছবিতে নিজেকে দেখতে চান। শ্রদ্ধার কথায়,"আমি যদি গুরু দত্তের সময়ে জন্মগ্রহণ করতাম তাহলে খুব ভাল হত। সেই সময়ের ঐতিহাসিক কোনও ছবিতে কাজ করতে পারতাম। আমি এবার ঐতিহাসিক কোনও চরিত্রে আমাকে দেখতে চাই।"

অমর কৌশিক পরিচালিত 'স্ত্রী ২'-এ রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে অভিনেত্রীকে। হরর কমেডি ঘরানার এই ছবিতে আরও একবার 'স্ত্রী' এর কবলে পড়বে পুরুষরা। আগামী ১৫ আগস্ট বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি। 

প্রসঙ্গত, কিছুদিন আগে চর্চিত প্রেমিক রাহুল মোদিকে শ্রদ্ধার সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দেওয়ার খবর এসেছিল। তারপর থেকেই ছড়িয়েছিল তাঁদের প্রেমে ইতি টানার খবর। কেউ কেউ বলেছিলেন এইসবই নতুন ছবির প্রচারের কারণে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি দু'জনের কাউকেই।