সংবাদ সংস্থা মুম্বই: গত সোমবার সাড়ে ছ'টা নাগাদ প্রয়াত হয়েছেন কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের পর ভারতীয় অন্যধারার ছবিতে সম্ভবত তাঁর-ই নাম সবচেয়ে বেশি আলোচিত। ‘অঙ্কুর’ থেকে শুরু করে ‘মন্থন’, ‘নিশান্ত’-ভারতীয় সমান্তরাল ছবির মালায় একের পর এক বহুচর্চিত মুক্তো গেঁথে গিয়েছেন শ্যাম। মানুষ হিসাবেও ছিলেন নিপাট ভদ্র। অনুজ পরিচালকদের কোনও কাজ ভাল লাগলে অল্প কথায় হলেও প্রকাশ্যেই খোলা মনে তারিফ করতে ভুলতেন না তিনি। স্মৃতির দীঘিতে ডুব দিয়ে এমনই এক ঘটনার তুলে আনলেন বলি-পরিচালক মধুর ভান্ডারকর।
প্রথমেই 'ফ্যাশন' ছবিখ্যাত এই পরিচালক জানান, শ্যাম বেনেগালের মৃত্যুতে তিনি অত্যন্ত শোকাহত। তাঁর মতো পরিচালকদের কাছে শ্যাম বেনেগাল ছিলেন সাক্ষাৎ পথপ্রদর্শক – “যেদিন থেকে সিনেমা কী বুঝেছিলাম, সেদিন থেকেই শ্যামবাবুর কাজের অন্ধ ভক্ত আমি। ছবি নিয়ে তাঁর কাজ, চিন্তাভাবনা ছিল সম্পূর্ণ স্বতন্ত্র চিন্তাধারার।” মধুরের মতে, বেনেগাল ছিলেন একজন পরিচালনা প্রশিক্ষণের প্রতিষ্ঠান স্বরূপ। জানান, শ্যামের কলিযুগ ছবি দেখে এতটাই প্রভাবিত হয়েছিলেন তিনি তার জেরেই বানিয়েছিলেন কর্পোরেট ছবিটি। এবং সে ছবি দেখে কী বলেছিলেন খোদ শ্যাম বেনেগাল, মধুর জানিয়েছেন সেকথাও।
মধুরের কথায়, “আজও স্পষ্ট মনে রয়েছে আমার কর্পোরেট ছবি দেখে নিজে ফোন করেছিলেন শ্যাম বেনেগাল। উচ্ছ্বসিত স্বরে বলে উঠেছিলেন, ‘মধুর কী ভাল ছবি বানিয়েছ তুমি।’ প্রত্যুত্তরে জানিয়েছিলাম, ওঁর কলিযুগ ছবির প্রভাব সর্বত্র ছড়িয়ে রয়েছে এই ছবিতে। এছাড়াও সবার সঙ্গে যে সমান ভদ্রতায় তিনি কথা বলতেন, তা এককথায় শিক্ষণীয়।”
