সংবাদ সংস্থা, মুম্বই: একই স্কুলের ছাত্র ছিলেন পরিচালক নিখিল আডবাণী ও তারকা প্রযোজক-পরিচালক করণ জোহর। সেই স্কুলে প্রায়ই হেন্থার শিকার হতেন করণ। আর বলিপাড়ার অন্যতম চর্চিত তারকা করণকে উত্যক্ত করার মূলে ছিলেন নিখিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই সেকথা স্বীকার করেছেন পরিচালক।
নিখিল ও করণ মুম্বইয়ের গ্রিনলনস স্কুলে পড়তেন। করণের থেকে স্কুলে এক বছরের সিনিয়র ছিলেন নিখিল। জুনিয়র করণকে শুধু তিনি নন, প্রায় সকলেই স্কুলে বিরক্ত করতেন বলে জানিয়েছেন পরিচালক। এক সাক্ষাৎকারে নিখিল বলেন, 'আমি ওঁকে (করণ জোহর) স্কুলে খুব উত্যক্ত করতাম। খুবই বিরক্ত করেছি। সকলেই করণকে উত্যক্ত করত, খুব দুর্ভাগ্যের বিষয়।'
যদিও পরে কাজের জগতে এসে তাঁদের সম্পর্কের সমীকরণ একেবারে বদলে যায়। 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' ছবিতে সহ-পরিচালনার পর করণের সঙ্গে দেখা করেন নিখিল। সেই সময়ে করণ 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির চিত্রনাট্য লিখছিলেন। নিখিলকে শাহরুখ-কাজলের কালজয়ী সিনেমার চিত্রনাট্য পড়ে শোনান করণ। যদিও তখনও গোটা গল্প শেষ হয়নি করণের। কিন্তু অসম্পূর্ণ চিত্রনাট্যই পছন্দ হয়ে যায় নিখিলের। এরপরেই সেই অপ্রত্যাশিত প্রস্তাব দিয়ে বসেন করণ। নিখিল জানান যে তাঁকে ওই ছবিতে সহযোগিতার প্রস্তাব দেন করণ জোহার। যা শুনে স্তম্ভিত হয়ে যান তিনি।
বর্তমানে করণ জোহারকে বলিউডের 'পাওয়ার হাউজ়' বলা চলে। স্কুলছাত্র করণের জীবন সময়ের সঙ্গে আমূল বদলে গিয়েছে। নিখিলের কথায়, 'আজ, করণ আমাদের সকলকে উত্যক্ত করার ক্ষমতা রাখে।' এরপর করণ ও নিখিল একসঙ্গে 'কভি খুশি কভি গম' ও ‘কাল হো না হো’ ছবিতে কাজ করেন। ২০০৩ সালে শাহরুখ খান অভিনীত 'কাল হো না হো' ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন নিখিল আডবাণী। প্রযোজক করণ জোহার।
