দর্শকের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা টেলিভিশন। একের পর ধারাবাহিকের নিত্য নতুন গল্প থেকে চোখ ফেরাতে পারেন না দর্শক মহল। তাই নতুন গল্প দেখার ইচ্ছাও প্রবল সিরিয়াল প্রেমীদের মধ্যে। দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউজের ব্যানারে আসছে একটি নতুন ধারাবাহিক। জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই মেগা। 

 

 

 

এই খবর প্রথম জানিয়েছিল আজকাল ডট ইন।‌ প্রকাশ্যে এসেছিল গল্পের নায়ক-নায়িকার কথাও। প্রথমবার ধারাবাহিকে জুটি বাঁধছেন নন্দিনী দত্ত ও সোমরাজ মাইতি। যদিও এই ধারাবাহিকে ফুটে উঠবে দুটো জুটির গল্প। নন্দিনী-সোমরাজের পাশাপাশি থাকবেন সাইনা চট্টোপাধ্যায় ও আরও একজন নায়ক। জানা যাচ্ছে, গল্পের মোড়ে নন্দিনী ও সাইনার মাঝে দোটানায় পড়বেন সোমরাজ। কিন্তু সাইনার নায়কের চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে? তা নিয়ে চলছিল জল্পনা। 

 

আরও পড়ুন: বহু বছর পর পর্দায় ফিরছেন আদিত্য সেনগুপ্ত, হইচই-এর সিরিজে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?

 

এবার জানা গেল সাইনার নায়কের নাম। এই চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা মৈনাক ঢোলকে। দর্শক এর আগে তাঁকে দেখেছিলেন 'মিঠিঝোরা'য়। ওই ধারাবাহিকে 'সার্থক'-এর চরিত্রে অভিনয় করেছিলেন মৈনাক। এমনকী দর্শকের ভালবাসাও পেয়েছিলেন বিপুল। যদিও বহুদিন ধরেই টেলিভিশন জগতের পরিচিত মুখ তিনি। অন্যদিকে, সাইনাকে দর্শক শেষ দেখেছেন স্টার জলসার ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'য় 'রূপা'র চরিত্রে। মৈনাক ও সাইনার জুটি দর্শকের কতটা মন কাড়বে এখন সেটাই দেখার। বরাবরই দর্শক নতুন জুটির অপেক্ষায় থাকেন। তাই দর্শকের চাহিদা মেটাতেই অর্গানিকের হাত ধরে প্রেমের এক অসম বন্ধনের গল্প ফুটিয়ে তুলতে আসছে নতুন দুই জুটি। 

 

 

অন্যদিকে, স্টার জলসার 'দুই শালিক' দর্শকের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছিল। সেই সঙ্গে মন জয় করেছিলেন ধারাবাহিকের মুখ্য দুই নায়িকাও। গল্পে 'ঝিলিক'-এর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী নন্দিনী দত্ত। ধারাবাহিকে তাঁর 'জুডো ঝিলিক' অবতার আজও পছন্দের তালিকায় রয়েছে দর্শকের। 

 

 

 

 

এই মেগা শেষ হতেই তাই নন্দিনীর ফেরার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। আর অপেক্ষা নয়, আবারও ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী। নতুন রূপে, নতুন কাজ নিয়ে আসছেন জি বাংলার পর্দায়। সেই ধারাবাহিকেই দেখা যাবে নন্দিনীকে। তাঁর সঙ্গে নায়কের চরিত্রে দেখা যাবে সোমরাজ মাইতিকে। ধারাবাহিক 'চিনি'তে সোমরাজকে ছোটপর্দায় শেষবার দেখেছিলেন অনুরাগীরা। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর আগামী ছবি 'দেবী'। ওই ছবিতে অভিনেত্রী রণিতা দাসের সঙ্গে জুটি বেঁধেছেন সোমরাজ। 

 

 

 

 

সূত্রের খবর, ইতিমধ্যেই বোলপুরে অর্গানিকের নতুন ধারাবাহিকের প্রোমো শুটিং হয়েছে। দুই জুটির কোন জুটিকে দর্শক বেশি পছন্দ করেন এখন সেটাই দেখার‌। সোমরাজ-নন্দিনী, মৈনাক-সাইনা ছাড়াও এই গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে টলিপাড়ার বহু পরিচিত মুখকে। জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের শুরুতেই সম্প্রচারিত হবে এই নতুন মেগা। 

 

 

 

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই জি বাংলায় শুরু হয়েছে নতুন দুই ধারাবাহিক 'কুসুম' ও 'দাদামণি'। 'কুসুম' প্রতি সপ্তাহে স্লট লিড করলেও টিআরপি তালিকার প্রথম দশে এখনও পর্যন্ত নিজের জায়গা করতে পারেনি। তবে শুরু হওয়ার প্রথম সপ্তাহেই টিআরপি-তে নিজের জায়গা পাকা করেছে 'দাদামণি'। চলতি সপ্তাহে ষষ্ঠ স্থানে থেকে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৮।