দর্শকের কাছে 'মিশকা' নামেই পরিচিত অভিনেত্রী অহনা দত্ত। স্টার জলসার ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'য় খল নায়িকার চরিত্রে অভিনয় করে দর্শক মহলে পেয়েছিলেন দারুণ জনপ্রিয়তা। অভিনয় জগৎ থেকে দূরে মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। অভিনেত্রীর কোল আলো করে এল ফুটফুটে কন্যা সন্তান। 

 

মা চাঁদনী গাঙ্গুলির অমতে রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অহনা। দীপঙ্করের সঙ্গে মেয়ের সম্পর্ক কিছুতেই মানতে পারেননি চাঁদনী। তাই মেয়ের মুখ দেখা অবধি বন্ধ করেছিলেন তিনি। মা-মেয়ের দূরত্ব তৈরি হলেও অন্তঃসত্ত্বা অবস্থায় অহনার যত্নের ত্রুটি রাখেননি স্বামী দীপঙ্কর।


দীপঙ্করের পরিবারের কাছে সাধও খেয়েছিলেন অহনা। মাতৃত্বের প্রতিটা মুহূর্ত দারুণভাবে উপভোগ করেছেন অহনা। এবার সন্তানকে নিয়ে নতুন পথ চলা শুরু করলেন অহনা-দীপঙ্কর।

 

আরও পড়ুন: ৬৬ বছর বয়সে প্রয়াত অভিনেতা নীলাদ্রি লাহিড়ী, 'আমার সব শেষ হয়ে গেল...' বাবাকে হারিয়ে শোকস্তব্ধ মেয়ে সম্পূর্ণা


সোমবার সমাজমাধ্যমে দীপঙ্কর লেখেন 'মা'। এর থেকেই অনুরাগীরা অনুমান করেন তাঁদের কন্যা সন্তান আসার খবর। এর আগেও এক সাক্ষাৎকারে দীপঙ্কর জানিয়েছিলেন, ভবিষ্যতে তাঁর মা তাঁর এবং অহনার সন্তানের রূপে এই পৃথিবীতে আসুক, তিনি তাই চান।

 

নাতনির জন্মের খবর পেয়ে এবার কি মেয়ের কাছে যাবেন মা চাঁদনী গাঙ্গুলি? আজকাল ডট ইন-এর প্রশ্নে চাঁদনী খানিকটা চুপ করে থেকে, দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, "মন থেকে চাই যেন ওরা সুস্থ থাকে, ভাল থাকে। সামনে গিয়ে না দাঁড়ালে কি প্রার্থনা কাজ করে না? দূর থেকেই ওদের সুস্থতা কামনা করছি। আমি তো জানি আমি কীসের মধ্যে দিয়ে গিয়েছি। এইসব কথা মুখেও আনতে চাই না। কীভাবে আমি একমাত্র মেয়েকে ছাড়া দিন কাটিয়েছি, কীভাবে আমার কোল খালি করে মাত্র একদিনের নোটিশে আমার থেকে ১৮ বছরের মেয়েকে কেড়ে নেওয়া হল, তা আমিই জানি। আমি তো পাগল নই, শিশুদের খুব ভালবাসি, তাই দূর থেকেই চাই ও খুব ভাল থাকুক।"

 

আরও পড়ুন: 'প্রয়োজন হলে কিডনি বিক্রি করে...',স্বামীর পরকীয়া প্রকাশ্যে এনে কোন বড় পদক্ষেপ নিতে চলেছেন রিয়া গঙ্গোপাধ্যায়?

 

চাঁদনী আরও বলেন, "চাই অহনা যেন অনেক রোজগার করে। কারণ, যতদিন ওর কাছে টাকা থাকবে, ততদিন ওই মেকআপ আর্টিস্টের সঙ্গে ও ভাল থাকবে। আমার মেয়ে বরাবরই সরল, বোকা। তাই অনেককিছু বোঝে না। আমি শুধু এখন ওর ভাল থাকাটাই কামনা করি।" কথার শেষে গলা ভারী হয়ে আসে চাঁদনীর, কেঁদে ফেলেন তিনি।


সন্তানের জন্য ইতিমধ্যেই কেনাকাটা করে ফেলেছেন অহনা ও দীপঙ্কর। সেই কথাও সমাজমাধ্যমে জানিয়েছিলেন অভিনেত্রী। স্ত্রীকে যে এই সময় আগলে রাখেছিলেন দীপঙ্কর, তা বোঝাই যাচ্ছে অহনার সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলো থেকে। মায়ের থেকে আলাদা থাকলেও, মায়ের সঙ্গে সম্পর্ক না থাকলেও যে অহনার যত্নের কোনও ত্রুটি রাখেননি দীপঙ্কর, তা স্পষ্ট। 

 


ইতিমধ্যেই সমাজমাধ্যমে অহনা জানিয়েছেন, তিনি ও মেয়ে দু'জনেই সুস্থ আছেন এখন। মেয়ের ছবিও সমাজমাধ্যমে ভাগ করেছেন তিনি। তবে ছবিতে মুখ দেখা যাচ্ছে না সদ্যোজাতের। অহনার পোস্টে শুভেচ্ছায় ভরিয়েছেন নেটিজেনরা।