বলিউড সুপারস্টার সলমন খান শুধু অভিনয় নয়, মানবিক কাজের জন্যও পরিচিত। বহুবার তিনি গোপনে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন, কারণ নিজের সুকর্মের প্রচার তিনি পছন্দ করেন না। সম্প্রতি জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার আনা সিং তাঁর প্রিয় বন্ধু জইনুদ্দিনের মৃত্যুর পর এক আবেগঘন পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি সলমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বন্ধুর চিকিৎসায় সহায়তা করার জন্য।

আনা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'আজ আমার প্রিয় বন্ধু জইনুদ্দিনকে শেষ বিদায় জানাতে হচ্ছে। আমি যখন কাজ শুরু করি, তখন তুমি ছিলে আমার সবচেয়ে বড় ভরসা। মাঝে মাঝে আমার ওয়াইন স্পনসরও করতে! জটিল সব পোশাক তৈরির মধ্যে দিয়ে কিছু ঝগড়াঝাটি আর খুব মশলাদার বিরিয়ানিকে সঙ্গী করে আমরা অনেক দূর উড়েছি। তোমাকে আর তোমার অবদান কখনও ভুলব না। কৃতজ্ঞতায় মাথা নত। ধন্যবাদ, জইনু, সবকিছুর জন্য।”

পোস্টের শেষে তিনি আরও লেখেন, 'এবং বিশেষ ধন্যবাদ সলমন খানকে, আমার বন্ধুর চিকিৎসার জন্য সাহায্য করার জন্য। শান্তিতে ঘুমোও, প্রিয়।'

আনার এই পোস্টে সলমনের নাম দেখেই ভক্তরা প্রশংসায় ভরিয়ে দেন কমেন্ট সেকশন। অনেকেই লেখেন, সলমন সবসময় নিঃস্বার্থভাবে অন্যের পাশে থাকেন এবং তার এই মানবিক দিকই তাঁকে আলাদা করে তোলে।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Viral Bhayani (@viralbhayani)