নিজস্ব সংবাদদাতা: পুজোয় মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'টেক্কা'। দেব, রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত এই ছবির এখন জোর কদমে চলছে প্রচারের কাজ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ছবির ট্রেলার। তার আগেই ফের নতুন রূপে ধরা দিলেন দেব।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাগ করেন অভিনেতা। যেখানে দেখা যাচ্ছে তাঁর হাতে ধারালো অস্ত্র। চোখেমুখে ফুটে উঠেছে রাগ! এই ছবিটি ভাগ করে এদিন দেব জানান 'খাদান'-এর শুটিংয়ের কাজ শেষ হল। অভিনেতা লেখেন, 'ফাইনালি শেষ হল শুটিং। দেখা হচ্ছে বড় পর্দায়।'
কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার। আবারও পুরনো অ্যাকশনে দেবকে ফিরতে দেখে খুশির জোয়ারে ভেসেছেন তাঁর অনুরাগীরা।
কয়লা খনি অঞ্চলের প্রেক্ষাপটে দুই বন্ধুর গল্প বলবে 'খাদান'। শ্যাম মাহাতো এবং মোহন দাসের বন্ধুত্ব ঘিরেই আবর্তিত হবে এই ছবির গল্প। এই দুই চরিত্রে থাকছেন দেব ও যিশু। টিজারে তাঁদের দেখা গেলেও ইধিকা পাল, বরখা বিস্ত, জন ভট্টাচার্য সহ আরও অভিনেতাদের ঝলক এখনও আসেনি। তাঁদের একসঙ্গে দেখার জন্য দর্শক অপেক্ষা করছেন ধামাকাদার ট্রেলারের। সুজিত রিনো দত্তের পরিচালনায় বড় দিনে বাংলার সবচেয়ে বড় চমকপ্রদ ছবি হয়ে আসছে 'খাদান'।
