নিজস্ব সংবাদদাতা: 'খাদান' যে ভরপুর অ্যাকশনে ঘেরা ছবি হতে চলেছে তার আঁচ অনেকদিন আগেই পেয়েছেন দর্শক। অ্যাকশন ঘরানার দক্ষিণী ছবিকেও টেক্কা দিতে তৈরি 'খাদান'। সম্প্রতি, মুক্তি পেল ছবির ট্রেলার। এক ঝলক দেখলেই এ যেন এক অন্য দেব। 

 


'আজ এই জমি খাদান হবে, নয়তো শ্মশান'। দেবের মুখে টানটান ডায়লগেই বাজিমাত। এদিকে ঠান্ডা মেজাজে দোসর যিশু। দু'জনের লুকেই ধরা পড়ল দারুণ চমক। কয়লাখনি অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি।


কয়লা খনি অঞ্চলের প্রেক্ষাপটে দুই বন্ধুর গল্প বলবে 'খাদান'। 'শ্যাম মাহাতো' এবং 'মোহন দাস'-এর বন্ধুত্ব ঘিরেই আবর্তিত হবে এই ছবির গল্প।‌ এই দুই চরিত্রে থাকছেন দেব ও যিশু।

 

ছবি প্রচারে সারা বাংলায় ঘুরছে 'খাদান' টিম। তবে ছবি মুক্তির আগে হতাশার সুর দেবের গলায়! সমাজ মাধ্যমে প্রকাশ করলেন কীসের আক্ষেপ? ট্রেলার মুক্তির পরেই সমাজ মাধ্যমে দেব লেখেন, "খুব দুঃখিত দর্শকের কাছে, কারণ 'খাদান'-এর আগাম টিকিট বিক্রি এখনও শুরু হয়নি। বাংলায় অন্য ভাষার ছবি মুক্তির কারণেই হয়ত এরকম হচ্ছে। তবুও আমরা চেষ্টা করছি। আশাকরি দর্শক পাশে থাকবেন আমাদের।" 


প্রসঙ্গত, ২০ ডিসেম্বর রাজ চক্রবর্তীর 'সন্তান'-এর সঙ্গে পাল্লা দিয়ে মুক্তি পাচ্ছে দেবের 'খাদান'। এই মুহূর্তে বাংলাতেও উঠেছে 'পুষ্পা ২' ঝড়। বক্স অফিসেও সেই প্রভাব দেখা যাচ্ছে। এবার বাংলায়, বাংলা ছবির ভবিষ্যৎ কী হয় সেটাই দেখার।