‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এর পর ফের একসঙ্গে পরিচালক আদিত্য ধর ও বলিউড তারকা রণবীর সিং। এবারে তাঁদের যৌথ অভিযান ‘ধুরন্ধর’ এক বিস্ফোরক, সময়কে ছাপিয়ে যাওয়া স্পাই থ্রিলার। 

রণবীর সিংয়ের নতুন স্পাই অ্যাকশন-থ্রিলার ‘ধুরন্ধর’ মুক্তির আগেই উত্তেজনার ঝড় তুলেছে। এই ছবি বাস্তব জীবনের কিছু ঘটনার প্রেরণায় তৈরি হলেও ছবির প্রকৃত কাহিনি কিন্তু এখনও আড়ালে রয়েছে। ছবির প্রথম লুক প্রকাশের পর থেকেই ফ্যানদের মধ্যে জল্পনা তুঙ্গে, কেউ বলছেন রণবীর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-এর চরিত্রে অভিনয় করছেন, আবার কেউ মনে করছেন তাঁর চরিত্রটি বোনা হয়েছে খ্যাতিমান সেনা কর্মকর্তা মেজর মোহিত শর্মা-র আদলে।

 

আরও পড়ুন: গর্ভপাত করিয়েছেন নওয়াজউদ্দিনের ‘সেক্রেড গেম্‌স’-এর সহ-অভিনেত্রী! কার দিকে আঙ্গুল তুললেন কুবরা সেইট?

 

অনুরাগীদের ধারণা অনুযায়ী, ‘ধুরন্ধর’-এ রণবীরের চরিত্র ভারতের গোপন অভিযান ও কৌশলনির্ধারক নায়কের সাহসী কর্মকাণ্ডের প্রতিফলন। ২০১৬ সালের সার্জিকাল স্ট্রাইক বা পাকিস্তানে মেজর মোহিত শর্মার “ইকবাল” ছদ্মনামে উচ্চ ঝুঁকিপূর্ণ মিশন, সবই এই জল্পনার মূল ভিত্তি। টিজারে রণবীরের কাঁধ ছাপানো অবিন্যস্ত  চুল-দাড়ির রগরগে লুক এবং পাকিস্তানে অভিযানরত দৃশ্য দেখে অনেকে মনে করছেন, এটি হতে পারে সাহসী, গুপ্তচর-যোদ্ধার প্রতিচ্ছবি।

এই ছবিতে রণবীর ছাড়াও অভিনয় করছেন আর. মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খন্না ও হুমা কুরেশি। পরিচালক আদিত্য ধর জানিয়েছেন, এ ছবি রক এবং অ্যাড্রেনালিন-চার্জড ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে তৈরি, যা গুপ্তচর ও দেশপ্রেমের মিশ্রণকে দর্শকমনে পৌঁছতে সাহায্য করবে। সিনেমার টাইটেল ট্র্যাক, যা ১৬ অক্টোবর প্রকাশিত হয়েছে, মূলত পাঞ্জাবি ক্লাসিক ‘জোগি – না দে দিল পরদেশী নু’-কে নতুন আঙ্গিকে রিমেক করেছে, যেখানে কণ্ঠ দিয়েছেন মহম্মদ সাদিক, রঞ্জিত কৌর, হনুমানকাইন্ড এবং জ্যাসমিন স্যান্ডলাস।

ছবির টিজারের সূক্ষ্ম ইঙ্গিতগুলো যেমন মোবাইল, ইয়ারফোন এবং আধুনিক রাজনৈতিক রেফারেন্স দেখা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে এই ছবির সময়কাল বছর ১৫-২০ আগের। অর্থাৎ, এটি কেবল বাস্তব 'অপারেশন'ই দেখাবে না, বরং সমসাময়িক নিরাপত্তার বাস্তবতা ও গুপ্তচরদের দৃষ্টিকোণও ফুটিয়ে তুলবে। ধুরন্ধর এর ট্রেলার মুক্তি পাবে আগামী ১২ নভেম্বর। এরপর চলতি বছরের  ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। 

এই ছবিতে সাহস, রহস্য, দেশপ্রেম এবং দেশের গুপ্ত সব মিশনের উত্তেজনা একসঙ্গে দেখা যাবে যা রণবীর সিংয়ের অনন্য পারফরম্যান্সের মাধ্যমে জীবন্ত হয়ে উঠবে। গুপ্তচরবৃত্তির ইতিহাসে সত্য আর কল্পনার সূক্ষ্ম সীমারেখা ধরে হাঁটছে ‘ধুরন্ধর’। আদিত্য ধরের নির্মাণ, রণবীর সিংয়ের উপস্থিতি এবং ঐতিহাসিক বাস্তবতাকে ভিত্তি করে তৈরি এই ছবি যে দর্শকদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার দোরগোড়ায় নিয়ে যাবে, তা বলাই বাহুল্য।