নিজস্ব সংবাদদাতা: পরিচালক মৈনাক ভৌমিকের ছবিতে প্রথমবার জুটি হিসাবে দেখা যাচ্ছে ঋত্বিক চক্রবর্তী ও শোলাঙ্কি রায়কে। ছবির নাম 'ভাগ্য লক্ষ্মী'। সত্য এবং কাবেরী, এক মধ্যবিত্ত দম্পত্তির জীবন ও নানান সমস্যায় আটকে পড়ার গল্পই তুলে ধরা হয়েছে 'ভাগ্য লক্ষ্মী'র গল্পে। ভাইয়ের সঙ্গে ছেলেকে দিল্লির স্কুলে পড়তে পাঠানো,তারপর তার খরচ চালাতে গিয়ে চিন্তায় পড়ে যান সত্য। সেই গল্পই উঠে আসবে ছবিতে।


এই ছবির প্রযোজনায় 'নন্দী প্রোডাকশন হাউস'। 'ভাগ্য লক্ষ্মী'র পর ফের এই প্রযোজনার সঙ্গে হাত মেলাতে প্রস্তুত মৈনাক ভৌমিক। এবার তাঁর পরিচালনায় ফুটে উঠবে ভরপুর রহস্যের ছবি। টানটান থ্রিলার ছবির পরিচালনায় এবার হাত পাকাতে চলেছেন পরিচালক। সূত্রের খবর এই ছবির গল্পে ফুটে উঠবে একজন সাধারণ মানুষের জীবন। কীভাবে ছিমছাম একজন ব্যক্তির জীবন ঘটনাচক্রে জড়িয়ে যাবে অপরাধ জগতের সঙ্গে সেই নিয়েই এগোবে গল্প। 


গল্পের মোড়ে ওই ব্যক্তি বেছে নেবেন অপরাধ জগৎকেই। এরপরেই ঘুরে যাবে গল্প। টলিপাড়ার কানাঘুষো, এই চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা লোকনাথ দেকে। এছাড়াও গল্পের অন্যান্য চরিত্রে দেখা যেতে পারে বাংলা ছবির জগতের নামজাদা তারকাদের। খবর, ডিসেম্বর থেকেই শুরু হবে ছবির শুটিং। তবে এই মুহূর্তে একেবারে প্রাথমিক স্তরে রয়েছে এই ছবির ভাবনা। তাই এই মুহূর্তে নাম চূড়ান্ত করেননি নির্মাতা।