বাংলায় থ্রিলার ধারাবাহিক খুব একটা বেশি দেখা যায় না। তবে যেসব গল্পে রগরগে প্রেম বা সংসারের কূটকচালির বাইরে গিয়ে গল্পের নিত্যনতুন মোড় দারুণ চমক দিচ্ছে দর্শককে। বুঝতেই পারছেন কোন ধারাবাহিকের কথা বলছি, ঠিকই ধরেছেন জি বাংলাসোনার-এর ধারাবাহিক 'স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম (এসআইটি) - বেঙ্গল'। এই ধারাবাহিকের সেটে কতটা রহস্য জমছে তা জানার জন্য আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল দাসানি এক স্টুডিওতে, 'এসআইটি'র শুটিং ফ্লোরে।
টিম মিটিং
এই মেগার মুখ্যচরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা ঋষি কৌশিককে। তাঁর চরিত্রের নাম ইন্দ্রজিৎ বসাক। এক দক্ষ ও দৃঢ়চেতা তদন্তকারী অফিসার। এই সিরিয়াল বাংলার হৃদয়ে তৈরি হচ্ছে এক অন্য ধরনের পুলিশ-প্রসিডিওর ড্রামার স্বাদ দিতে। এই দলে ঋষি কৌশিকের পাশাপাশি প্রধান মহিলা তদন্তকারী অফিসার হিসেবে থাকছেন অভিনেত্রী রুকমা রায় অভিনীত মহিলা তদন্তকারী অফিসারের চরিত্রটিও। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়ও। ঋষি কৌশিকের টিমে রয়েছেন রুকমা রায়, আভেরী সিংহ রায়, পূষণ দাশগুপ্ত, জ্যামি বন্দ্যোপাধ্যায় ও আনন্দ চৌধুরী।
সেটে তখন গভীর আলোচনা চলছে। পরিচালক মনোজিৎ মজুমদারের ফ্রেমে ফুটে উঠেছে টানটান উত্তেজনা। রহস্য ভেদের জন্য ছক কষছে এসআইটি টিম। কীভাবে ধরবে তারা আসল অপরাধীকে? লাইট,ক্যামেরা, অ্যাকশনের মাঝে খানিকক্ষণের জন্য মিলল বিরতি। ব্রেক পেতেই হাত গরম চা নিয়ে বাইরে এল পুরো টিম। একসঙ্গে ছ'জনের সচরাচর সিন থাকে না। তাই একে অপরের সঙ্গে জমে থাকা কথা সেরে নিচ্ছেন নায়ক-নায়িকারা। এই গল্পে তো রহস্যের ছড়াছড়ি, চরিত্রদের মধ্যে কে বেশি রহস্যজনক? প্রশ্ন করতেই রুকমার চটজলদি জবাব, "প্রত্যেকে খুব দুষ্টু, সবাই ছুটা রুস্তম। আমি কিন্তু ধারাবাহিক আর বাস্তব মিলিয়ে বললাম।" রুকমার কথার রেশ টেনে ঋষি কৌশিক বলেন, "সেদিক থেকে দেখতে গেলে আমাদের সবার খুব খারাপ চরিত্র। সারাদিন মারপিট করছি, কার ভাল লাগে বলুন তো? নাহ! মজা করছি। সত্যি বলতে কি অনেকদিন পর খুব ইন্টারেস্টিং একটা গল্পে আমরা কাজ করছি।"

থ্রিলারে মিশেছে বাস্তব
রহস্য-রোমাঞ্চে তাহলে জমে উঠেছে ফ্লোর?আভেরী সিংহ রায় বলেন, "তা বলতে পারেন। আমাদের প্রত্যেকের চরিত্রের গল্প আলাদা, পরিস্থিতি আলাদা। নিজেদের ফুটিয়ে তুলতে পারছি অনেক বেশি। তাছাড়া বাস্তবের সঙ্গে মিল রেখে থ্রিলার ধারাবাহিক তো তেমন চোখে পড়ে না। আমাদের গল্প তাই অন্য স্বাদ দেবে দর্শককে এটা বলতে পারি।"
আরও পড়ুন: লক্ষ্মীপুজোর আগেই বদলে যাবে ছোটপর্দার চার নায়িকার ভাগ্য! কী হতে চলেছে গল্পের নতুন মোড়ে?
এদিকে, কথা বলতে বলতে চা শেষ! কিন্তু আর একটুও বসার সময় নেই। পরিচালক রীতিমতো ঘড়ি দেখছেন। এক্ষুনি ফিরতে হবে ফ্লোরে। আবারও শুরু নতুন রহস্য সমাধান।
