সংবাদ সংস্থা মুম্বই: ‘কৃষ ৪’-এর ঘোষণা হয়েছিল বছর ১২ আগেই। তবে এরপর নানা কারণে আটকে গিয়েছে ছবির কাজ। কিছুদিন আগেই ঘোষণা করে পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন হৃতিক রোশন। ‘কৃষ ৪’-এর মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে অভিনেতার। এই ছবি প্রযোজনার দায়িত্ব যৌথভাবে সামলাবেন রাকেশ রোশন এবং যশ রাজ ফিল্মস। বলাই বাহুল্য, এটাই হতে চলেছে হৃতিকের কেরিয়ারের সবচেয়ে বড় ও উচ্চাকাঙ্ক্ষী প্রোজেক্ট।

 

 

বলিউডের এই সুপারহিরো এবার মার্ভেলের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামতে চলেছেন। শোনা যাচ্ছে, ‘কৃষ ৪’–এর ছবির মূল গল্প দানা বেঁধেছে টাইম ট্র্যাভেল নিয়েই - যেখানে কৃষ অতীত এবং ভবিষ্যতের টাইমলাইন ধরে ধরে পৌঁছে যাবে এক মারাত্মক শত্রুর মোকাবিলায়। নির্মাতাদের আশা, গল্পের মোড় এবং ভিজ্যুয়াল স্কেলের দিক থেকে এই  ছবি দর্শককে মনে করাবে মার্ভেল সুপারহিরো অ্যাভেঞ্জার্স  সিরিজের অন্যতম দুই সেরা ছবি ইনফিনিটি ওয়ার , এন্ডগেম-এর –এর মতো ব্লকবাস্টারদের সঙ্গে! কিন্তু অ্যাকশন আর ভিএফএক্স-এর উপর যতই চড়া বাজি ধরা হোক না কেন, ছবিরর গল্পের পরতে পরতে কিন্তু থাকবে পারিবারিক আবেগ আর সম্পর্কের টানাপড়েন। ‘কৃষ ৪’ ঠিক সেই ভারসাম্য রাখবে—যেখানে কল্পবিজ্ঞানের হাই-টেক ঝলক আর হৃদয়ের গল্প হাত ধরাধরি করে হাঁটে।

 

 

এই ছবির হাত ধরেই ফিরছেন 'কৃষ সিরিজের পুরনো জনপ্রিয় মুখ—প্রীতি জিন্টা, প্রিয়াঙ্কা চোপড়া, রেখা, বিবেক ওবেরয়। পাশাপাশি, ফ্র্যাঞ্চাইজিতে নতুন মুখ হিসাবে ঢুকতে পারেন নোরা ফতেহি। পাশাপাশি বলিপাড়ার অন্দরে জোর জল্পনা—এই ছবিতে হৃতিক রোশন নাকি থাকবেন তিনটি চরিত্রে— রোহিত, কৃষ এবং খলনায়ক! যদিও তারকার টিম এই দাবি উড়িয়ে দিয়েছে, কিন্তু ভক্তদের উত্তেজনা তাতে কমেনি এতটুকুও।

 


উল্লেখ্য, এখনও পর্যন্ত বেশ কয়েকবার চিত্রনাট্য পাল্টেছে ‘কৃষ ৪’-এর। বর্তমানে হৃতিক ব্যস্ত রয়েছেন ‘ওয়ার ২’–এর শ্যুটিংয়ে। সব কিছু ঠিকঠাক চললে, চলতি বছরের মাঝামাঝি সময়েই শুরু হবে এই ছবির শুটিং—মুম্বই থেকে ইউরোপের নানান দেশ পর্যন্ত বিস্তৃত আলাদা আলাদা লোকেশনে।

 

এককথায়, ‘কৃষ ৪’ স্রেফ আর উঞ্চতা বলিউডি ছবি নয়—এটা হতে চলেছে ভারতের নিজস্ব সুপারহিরো ইউনিভার্সের সূচনা, যার প্রতিটা মুহূর্তে থাকবে টানটান উত্তেজনা, সময়ের সঙ্গে দৌড়, আর হৃদয়মথিত আবেগ।