নিজস্ব সংবাদদাতা: বছরের শুরুতেই প্রিয়জনকে হারালেন টলি অভিনেত্রী রণিতা দাস। সমাজ মাধ্যমে সেই কথা নিজেই জানালেন। বহুদিন থেকেই বিনোদন জগৎ থেকে খানিকটা দূরে রণিতা। যদিও হাতে রয়েছে কয়েকটি ছবি। এই মুহূর্তে নতুন ছবি মুক্তির অপেক্ষায় অভিনেত্রী।
কিন্তু বছরের শুরুতেই খারাপ খবর রণিতার জীবনে। সমাজ মাধ্যমে তিনি লেখেন, "টানা ২২ দিন লড়াই করে আর পারলেন না। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমার দিদা, নিরুপমা রায়। জীবনের বিশেষ দিনগুলোয় সবসময় কাছে থাকতেন আমার। সবাইকে একসঙ্গে থাকার কথা বলতেন। কিন্তু আজ দিদা নিজেই চলে গেলেন আমাদের ছেড়ে। বিষয়টা মেনে নিতে পারছি না।"
রণিতা আরও লেখেন, "আমি খুব ভাগ্যবান যে আমার দাদু-দিদার মতো এত ভাল, সৎ দু'জন মানুষের আশীর্বাদ পেয়েছি। তাঁদের সান্নিধ্যে বড় হয়েছি। আমার বিশ্বাস তাঁরা যেখানেই থাকুন, আমায় আশীর্বাদ করবেন।"
রণিতার এই পোস্ট দেখে তাঁকে সহানুভূতি জানিয়েছেন নেটিজেনরা। প্রসঙ্গত, ছোটপর্দায় 'ইষ্টি কুটুম' ধারাবাহিকে 'বাহা'র চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন রণিতা। এরপর তাঁকে বড়পর্দাও দেখা গিয়েছে। আগামীতে পরিচালক রাজর্ষি দের 'এবার দার্জিলিং' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে রণিতাকে।
