নিজস্ব সংবাদদাতা: ফের ভূতুড়ে গল্প নিয়ে হাজির ওয়েব প্ল্যাটফর্ম 'হইচই'। শহরের এক পুরনো বাড়িতে থাকে তিন ভূত। তিন জনেই নারী। তারা উঠে এসেছে ভিন্ন সময়কাল থেকে। তিন ভূতের নানা কাণ্ড কারখানা নিয়ে এগোবে গল্প। অলৌকিক গল্পের প্রতি দর্শকের বরাবরের টানের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে এই সিরিজ। সেই সঙ্গে মিশেছে হাস্যরস।
জমাটি এই সিরিজের নাম 'ভূততেরিকি। পরিচালনায় কৌশিক হাফিজ। গল্পে তিন ভূত ভানু, সুকুমারী এবং রাজিয়ার চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে আভেরী সিংহ রায়, ঐশ্বর্যা সেন ও দীপান্বিতা সরকার। সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দেবরাজ ভট্টাচার্য, শৌনক কুন্ডু।
এই সিরিজের সৃজনশীল পরিচালনার দায়িত্বে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। থিয়েটারের মঞ্চ থেকে কৌশিকের সঙ্গে আলাপ অনির্বাণের। সেখান থেকেই তাঁর সঙ্গে এই সিরিজের গল্প নিয়ে আলোচনা হয় অনির্বাণের সঙ্গে। এমনটাই জানান পরিচালক।
প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে বসিরহাটের ধান্যকুড়িয়ায় শুরু হচ্ছে এই সিরিজের শুটিং। তারপর কলকাতায় সিরিজের বাকি অংশের শুটিং হবে বলে খবর।
তিন ভূতকে নিয়ে গল্প শুরু হলেও সিরিজটির মুক্তির দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
