সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
গুরুতর অসুস্থ সারদা সিনহা
লোকশিল্পী সারদা সিনহার স্বাস্থ্যের অবনতি। দিল্লির এইমসের আইসিইউতে ভর্তি করানো হয়েছে তাঁকে। শনিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। সম্প্রতি, তাঁর স্বামী ব্রজ কিশোর মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য মারা যান। এর মধ্যেই গায়িকার এই পরিণতি। 'ম্যায়নে প্যার কিয়া'-র 'কাহে তোসে সাজনা'-র মতো কিছু বলিউড গানেও কণ্ঠ দিয়েছেন। 'হাম আপকে হ্যায় কৌন' এবং 'গ্যাংস অফ ওয়াসিপুর'-এর মতো ছবিতেও গান গেয়েছেন তিনি।
কার্তিক-মাধুরীর পেট পুজো
১ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'ভুল ভুলাইয়া ৩'। ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন তৃপ্তি দিমরি। সঙ্গে রয়েছেন বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিত। এখন জোর কদমে চলছে ছবির প্রচারের কাজ। সম্প্রতি, পুনের একটি বড়া পাওয়ের দোকানে দেখা মিলল কার্তিক ও মাধুরীর। ছবির প্রচারে এসে একসঙ্গে বড়া পাও খেলেন দুই তারকা। এই ভিডিও সামনে আসতেই নিমেষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
একফ্রেমে 'উদয়-মজনু'
নানা পাটেকারের আগামী ছবি 'বনবাস'-এর প্রচারের কাজ চলছে। এই ছবির প্রচারেই ফের একফ্রেমে ধরা দিলেন অনিল কাপুর ও নানা পাটেকার। 'ওয়েলকাম'-এর পর আরও একবার মজনু ভাই আর উদয় ভাইকে একসঙ্গে দেখে আপ্লুত অনুরাগীরা। এমনকী তাঁদের ফের একসঙ্গে পর্দায় দেখার ইচ্ছা প্রকাশও করেছেন নেটিজেনরা।
