অভিনেত্রী উর্বশী রাউতেলা ফের একবার নেটিজেনদের আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। তবে এবার তাঁর অভিনয় বা কোনও ফ্যাশন স্টেটমেন্টের জন্য নয়। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের হাসির খোরাক হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস-এর ইনস্টাগ্রাম স্টোরি হুবহু নকল করার কারণে। উর্বশী একই বিষয়বস্তু নিয়ে, এমনকী প্রায় একই ধরনের ছবি এবং পোস্ট ব্যবহার করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন, যা নেটিজেনদের চোখ এড়ায়নি।

 

জানা গিয়েছে, প্রখ্যাত প্রাইমাটোলজিস্ট জেন গুডঅল-এর পোস্ট থেকে শুরু করে দশেরা এবং গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে দেওয়া পোস্ট পর্যন্ত, প্রিয়াঙ্কা চোপড়া যা যা ইনস্টাগ্রামে ভাগ করেছেন, উর্বশী রাউতেলাও ঠিক সেটাই করেছেন।

 

সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এই নিয়ে স্ক্রিনশট শেয়ার করেছেন বহু ব্যবহারকারী, যেখানে প্রিয়াঙ্কা এবং উর্বশীর প্রায় একই ধরনের স্টোরি পাশাপাশি দেখা যাচ্ছে। এর ক্যাপশনে একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, 'উর্বশী রাউতেলা প্রিয়াঙ্কা চোপড়ার ঠিক একই স্টোরি পোস্ট করছেন। যেন সে তাঁকে ভালবাসে।'

 


উর্বশীর এমন কর্মকাণ্ড দেখে সোশ্যাল মিডিয়াজুড়ে হাসির রোল উঠেছে। নেটিজেনদের অনেকেই উর্বশীকে 'একটু মজাদার' বলে মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী ব্যঙ্গ করে লিখেছেন, 'সবচেয়ে কম বয়সী, সবচেয়ে সুন্দরী আইআইটিআইএন বিউটি পেজেন্ট বিজয়ী যিনি পি.সির মতোই স্টোরি পোস্ট করেন। আমি বুঝতে পারি না, ও কি বাস্তবেও এমন?'

 

 


অন্য একজন কৌতুক করে বলেন, 'উর্বশী কি বোকা নাকি ইন্ডাস্ট্রিতে প্রাসঙ্গিক থাকতে বোকা সাজার অভিনয় করছেন? এটা সত্যিই মজার!' আরেকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী নিজের স্কুলের দিনের স্মৃতিচারণ করে বলেছেন, 'আমি আমার ক্রাশের মনোযোগ পেতে স্কুলে এমনটাই করতাম।'

 

আরও পড়ুন: ঋষি কাপুরের 'অবৈধ সন্তান' টুইঙ্কল খান্না? আলিয়াকে এই বিতর্কের জবাব সরাসরি দিলেন খোদ ডিম্পল-কন্যা!

 

কেউ কেউ আবার উর্বশীকে বলিউডের সবচেয়ে মনোরঞ্জক তারকাদের মধ্যে একজন বলেও অভিহিত করেছেন। কিছু নেটিজেন উর্বশীর এই কৌশলটিকে বুদ্ধিমত্তার সঙ্গে নিয়েছেন। তাঁদের মতে, আলোচনার কেন্দ্রে থাকার জন্য উর্বশী হয়তো জেনেশুনেই এই কাজ করেছেন। একজন মন্তব্য করেছেন, 'তিনি বোকা নন...এটা করার পরেই আমরা তাঁকে নিয়ে কথা বলছি, তাই বলাই যায় তিনি জিতেছেন। আবারও, কুইন উর্বশী জিতেছেন।' আরেকজন মজা করে তাঁকে 'বিনোদন জগতের মহারানি' রাখি সাওয়ান্তের সঙ্গে তুলনা করে বলেছেন, 'রাখি সাওয়ান্তের পরে, তিনিই একমাত্র ব্যক্তি যিনি সব সময় বিনোদন দিতে পারেন।'

 

 


উর্বশী রাউতেলা আগেও নানা কারণে খবরের শিরোনাম হয়েছেন। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার মতো আন্তর্জাতিক তারকার স্টোরি হুবহু নকল করার এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে, যা এই মুহূর্তে বেশ চর্চিত হচ্ছে। যদিও উর্বশী এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি, তবে নেটিজেনদের হাসি-মজা আপাতত থামছে না। তাঁর এই পদক্ষেপকে অনেকে 'প্রাসঙ্গিক থাকার জন্য হাস্যকর প্রচেষ্টা' হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে নিছকই একটি 'মজার ঘটনা' হিসেবে উপভোগ করছেন।