আজকাল ওয়েবডেস্ক: ৭ মে মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারতীয় সেনা। একের পর এক হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় সন্ত্রাসবাদীদের আস্তানা। সরকারিভাবে এই অভিযানের কথা প্রকাশ্যে আসতেই সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে শুরু করেছেন দেশের সর্বস্তরের মানুষ। পিছিয়ে নেই বলিপাড়াও।
সেনাকে অভিনন্দন জানানোর পাশাপাশি এই পরিস্থিতিতে বিভেদ ভুলে দেশকে এককাট্টা থাকার আহ্বান জানিয়েছেন বিভিন্ন বলি তারকারা। এই তালিকায় যেমন রয়েছেন অক্ষয় কুমার, অনুপম খের, কঙ্গনা রানাউত, তেমনই রয়েছেন সোনু সুদ, রীতেশ দেশমুখ, মধুর ভাণ্ডারকর, নিমরত কৌর এর মতো বলিপাড়ার একাধিক ব্যক্তিত্ব। তবে সেই তালিকায় নাম লেখেননি শাহরুখ-আমির-সলমন-সইফরা! কেন দেশের এত বড় তিন তারকা তথা বলিউডের প্রধান তিন খান নেই, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নেটপাড়ায় জল্পনা শুরু হওয়ার পাশাপাশি ভেসে আসছে তীব্র কটাক্ষ। এবার সেই বিতর্কের পলে আগুন দিলেন আরেক বিতর্কিত বলি-বিতর্কিত কামাল আর খান।
কেন অপারেশন সিঁদুর -এর প্রশস্তি শোনা গেল না এই তিন খানের মুখে? এই প্রশ্ন তোলার পরেই নেটপাড়ার একাংশ সেই বিতর্কের ধোঁয়া ছড়িয়ে দিল আরও। কোনও নেটনাগরিকের মতে, পাকিস্তানেও এই তিন খানের অনুরাগীর সংখ্যা নজরকাড়া। তাদের ছোটাতে চাইছে না বলেই হয়ত এই সিদ্ধান্ত। কেউ বা লিখেছে, বিশ্বজুড়ে ছবির ব্যবসায় ভাটা পড়বে, সেই ভয়ে কিছু লেখেননি বলিপাড়ার তিন খান। একজন তো লিখেই ফেলেছেন – “কেআরকে, আপনি একজন সাচ্চা ভারতীয়। এই যে বললেন সেটার জন্য দম লাগে। আপনার সাহস আছে। কুর্নিশ!”
শাহরুখ-আমির-সলমনের এই নীরবতা নিয়ে জল্পনা তুঙ্গে। এবার দেখার, বিতর্কের চাপের মুখে মুখ খুলবেন কিনা বলিউডের এই তারকারা।
