নিজস্ব সংবাদদাতা: ভালবেসে বছর চারেক আগে বিয়ে করেছিলেন সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। মেয়ে আইরাকে নিয়ে বছর খানেক কলকাতাতে থিতুও হয়েছিলেন বাংলাদেশি কন্যে। কিন্তু সে সব এখন অতীত। আইরাকে ফের বাংলাদেশর স্কুলে ভর্তি করিয়েছেন মিথিলা। দাদু-দিদিমার কাছ বড় হচ্ছে সে।
বহুদিন থেকেই সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে ফিসফিসানির শেষ নেই। মাঝেমাধ্যেই তাঁদের বিচ্ছেদের চর্চা শোনা যায়, কিন্তু প্রত্যেকবারই সেই গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দুইপক্ষ। বৈবাহিক জীবনে দূরত্ব তৈরি হয়েছে সৃজিত-মিথিলার এমন গুঞ্জনের মাঝেই ২৩শে সেপ্টেম্বর সৃজিতের জন্মদিনে মিথিলার উপস্থিত না থাকা বেশ নজর কেড়েছিল নেটিজেনদের।
কিন্তু টলিপাড়ার অন্দরে এখন জোর চর্চা, সত্যিই নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত-মিথিলা। বহুদিন ধরেই আলাদা থাকছেন তাঁরা। ঘনিষ্ঠ সূত্রে খবর, স্ত্রীর সঙ্গে দূরত্বের জন্য মেয়ে আইরাকে খুব মিস করছেন সৃজিত। যদিও এখনও এই বিষয়ে দু'জনের কেউই মুখ খোলেননি।
