আজকাল ওয়েবডেস্ক: মুক্তি পেল বহুল প্রতীক্ষিত ছবি ‘দেবী চৌধুরানী’-র নতুন গান ‘জাগো মা’। মঙ্গলবার মুক্তি পেল মাতৃ আবাহনের এই শক্তিশালী সুর। গানটি প্রকাশ্যে আসতেই শ্রোতাদের মনে তৈরি হয়েছে গভীর অনুরণন।
নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, গানটি পরিবেশন করেছেন লগ্নজিতা চক্রবর্তী এবং শিলাদিত্য চক্রবর্তী। গানের কথা লিখেছেন ঋতম সেন, সুর দিয়েছেন প্রণয় চক্রবর্তী এবং সঙ্গীত প্রযোজনা করেছেন দেবদীপ বণিক। ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন ঘটেছে গানটিতে।

নির্মাতাদের কথায়, “সাহস এবং দেবত্বের আবহে তৈরি ‘জাগো মা’ গানটি ছবির মেজাজকে যথার্থভাবে তুলে ধরেছে। আগামী ২৬ সেপ্টেম্বর, ২০২৫-এ ছবিটি মুক্তি পেতে চলেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায় এবং দর্শনা বণিকের মতো শিল্পীরা।”
প্রসঙ্গত আজই ছবির ভবানী পাঠক ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তাঁর ছবি মুক্তির আগে শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন।
সেই নব্বইয়ের দশকে শুরু। ধীরে ধীরে টলিউডের ‘জ্যেষ্ঠপুত্র’ বলিউডেও পায়ের তলার মাটি শক্ত করেছেন। বাংলা সিনেপাড়ার দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার সঙ্গেই বলিউডেও শুরু করেছেন তাঁর দ্বিতীয় ইনিংস। তাই স্বাভাবিকভাবেই প্রসেনজিৎ-এর ছবি মুক্তি শুধু বাংলা নয়, দেশের তামাম দর্শকের কাছে অন্য মাত্রা পায়। বিগত কয়েক বছর ধরে পুজোয় বুম্বাদা-র ছবি মুক্তি পেয়ে এসেছে। এবার আসছে ‘দেবী চৌধুরানী’। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। যেখানে চমকপ্রদ গ্রাফিক্সের শোনা গিয়েছে ভবানী পাঠক অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গুরুগম্ভীর গলা। দুর্দান্ত অ্যাকশনে তরবারি হাতে একের পর এক শত্রুকে খতম করতে থাকেন তিনি। এই ছবির জন্যই তাঁকে বাংলা ভাষায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শাহেনশা। তিনি লিখেছেন, ‘তোমার সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক বুম্বা, শুভেচ্ছা।’
আগামী ২৬ সেপ্টেম্বর ইংরেজদের শায়েস্তা করতে আসছেন দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক। ছবি রিলিজের আগে টিম ‘দেবী চৌধুরানী’কে উৎসাহ জুগিয়েছেন অমিতাভ। পাল্টা ধন্যবাদ জানিয়েছেন প্রসেনজিৎও। বিগ বি-র পোস্ট উল্লেখ করে তিনি লেখেন, ‘আপনার শুভেচ্ছা এবং উৎসাহ শুধু আমার কাছে নয়, পুরো টিমের কাছেই খুব গুরুত্বপূর্ণ, ধন্যবাদ অমিতজি।’
‘দেবী চৌধুরানী’র ট্রেলার মুক্তির পর থেকেই দর্শক মুগ্ধ হয়েছেন ছবির ভিজ্যুয়াল সৌন্দর্য, বিপ্লবী আবহ ও শক্তিশালী সংলাপে। সেই আবেগের রেশ পৌঁছে গিয়েছিল স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কয়ারে। স্বাধীনতা দিবসে বিশ্ব মঞ্চে নতুন করে আলো ছড়ায় এই বাংলা ছবি। নজির গড়ে ইতিহাসে। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে প্রদর্শিত হয়েছে পরিচালক শুভ্রজিৎ মিত্রর ছবি ‘দেবী চৌধুরানী’-র টিজার। বিশেষ মুহূর্তে আন্তর্জাতিক দর্শকদের সামনে উঠে এসেছে ভারতের স্বাধীনতার লড়াইয়ের এক অমর কাহিনি। বাংলা সিনেমার ইতিহাসে নতুন পালক যোগ করেছে ‘দেবী চৌধুরানী’। ইন্দো-ইউকে যৌথ প্রযোজনার এই ছবি খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে। ছবিটি যে শুধু বাঙালির নয়, গোটা বিশ্বের দর্শকের কাছে স্বাধীনতার আবেগ পৌঁছে দেবে, সেই আশা করছেন সংশ্লিষ্ট সকলেই।
