টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?
প্রয়াত জিমি মিচাম
হলিউড অভিনেতা জিম মিচাম আর নেই। ৮৪ বছর বয়সে তিনি প্রয়াত হলেন। ২০ সেপ্টেম্বর অ্যারিজোনার স্কাল ভ্যালিতে নিজের র্যাঞ্চে দীর্ঘ অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় পাশে ছিলেন স্ত্রী পামেলা এবং তাঁদের প্রিয় পুডল কুকুর।
রবার্ট মিচামের ছেলে জিম দেখতে বাবার মতোই ছিলেন। ১৯৫৮ সালের কাল্ট ক্লাসিক ‘থান্ডার রোড’ ছবিতে অভিনয় করে তিনি নজর কাড়েন। ছবিতে তিনি বাবা রবার্টের চরিত্রের ছোট ভাইয়ের ভূমিকায় ছিলেন।
অভিনয়ের বাইরে জিম ছিলেন দুঃসাহসী মানসিকতার। গাড়ির প্রতি ছিল তাঁর বিশেষ ভালবাসা। তিনি রেসিং করেছেন, এলভিস প্রেসলির গাড়ি নিয়ে কাজ করেছেন, এমনকি সঙ্গীত নিয়ে পরীক্ষানিরীক্ষা চালিয়েছেন। হলিউডের উত্তরাধিকার আর ব্যক্তিগত আবেগ মিলিয়ে তাঁর জীবন ছিল বর্ণিল।
সানি সংস্কারি কি তুলসী কুমারী’কে বিদ্রূপ
বরুণ ধওয়ান এবং জাহ্নবী কাপুর অভিনীত ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার, ২ অক্টোবর। দর্শকদের একাংশ ছবিটিকে মজাদার এবং হালকা মেজাজের সিনেমা বলে প্রশংসা করেছেন। কিন্তু টেলিভিশন অভিনেত্রী সুরভি চাঁদনার একেবারেই ভাল লাগেনি সিনেমাটি।
বৃহস্পতিবার স্বামী করণ শর্মার সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন সুরভি। ইন্টারভ্যালের সময় করণ একটি ভিডিও শেয়ার করেন, যেখানে সুরভি শিঙাড়া খেতে খেতে সিনেমার রিভিউ দিতে বলেন। সুরভি তখন মুখ ভার করে বলেন— “এই ছবির একমাত্র ভাল দিক এই শিঙাড়া।”
পরে আবার সেই ভিডিও নিজের প্রোফাইলে শেয়ার করে স্বামীর উদ্দেশ্যে সুরভি লিখলেন— ‘আমাকে এই বাজে সিনেমা দেখতে টেনে আনার জন্য তোমাকেই দোষ দিচ্ছি।’
পর্দায় আসছে ‘বাহুবলী: দ্য এপিক’
ভারতের অন্যতম আইকনিক এবং সফল ফ্র্যাঞ্চাইজি ‘বাহুবলী’ আবার দর্শকদের মুগ্ধ করতে প্রস্তুত। আগামী জুলাই মাসে ছবিটির ১০ বছর পূর্তি উপলক্ষে নির্মাতারা ঘোষণা করেছেন, এটি আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিশেষ চমক হিসেবে দুই পর্বকে একত্রিত করে আনা হচ্ছে নতুন নামের এক সংস্করণ— ‘বাহুবলী: দ্য এপিক’।
