বলিউডে টক শোর রাজত্ব এতদিন ছিল করণ জোহরের হাতে। কিন্তু এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী, ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে! প্রাইম ভিডিও আনল একেবারে নতুন চমক – ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’, যেখানে একফ্রেমে ধরা দেবেন কাজল আর টুইঙ্কল খান্না – একদিকে আগুনে স্মার্টনেস, অন্যদিকে নিঃসংকোচ ব্যঙ্গ-রসিকতা!

 

এই ‘আনস্ক্রিপ্টেড’ টক শোতে যা ঘটবে, তা আগাম আন্দাজ করাই কঠিন। নামী বলিউড তারকারা থাকবেন অতিথি হিসেবে, কিন্তু কথা হবে একেবারে জেক নো ফিল্টার । নকশা নেই, সাজসজ্জা নেই, সোজাসুজি তির্যক প্রশ্ন, অপ্রত্যাশিত স্বীকারোক্তি আর জুড়ে দেওয়া ঝলমলে হিউমার — এককথায় ঝাঁঝালো বিনোদন!

 

কিন্তু সবথেকে মজার প্রতিক্রিয়া এল টুইঙ্কল খান্নার স্বামী তথা বলি তারকা অক্ষয় কুমার-এর কাছ থেকে। প্রোমো পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি মজার ভঙ্গিতে লিখলেন –“এই দু’জনকে একফ্রেমে দেখেই ভয় লাগছে, ভাবতে পারছি না শোতে ঠিক কী হবে!”

 

টক শোটি প্রযোজনা করছে বানিজে এশিয়া। যেভাবে ‘কফি উইথ করণ’ বা ‘নো ফিল্টার নেহা’ টক শোর জনপ্রিয়তা পেয়েছে, এক্ষেত্রে তা যেন আরও কয়েক গুণে বিস্ফোরক। শোনা যাচ্ছে, অতিথি তালিকায় থাকছেন শাহরুখ খান থেকে শুরু করে দীপিকা, রণবীর, করিনা, রিতেশ-জেনেলিয়া — একের পর এক চমকপ্রদ নাম। ‘টু মাচ’ নিয়ে এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু।

 

কাজলের সাম্প্রতিক সিনেমা ‘মা’ ২৭ জুন মুক্তি পেয়েছে। পরবর্তী ছবি ‘সরজমিন’ মুক্তি পাবে ২৫ জুলাই, যেখানে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন ও ইব্রাহিম আলি খান। অন্যদিকে, টুইঙ্কল খান্না বহুদিন পর ক্যামেরার সামনে ফিরছেন এই শো দিয়েই — আর তাতেই দর্শকদের কৌতূহল তুঙ্গে।

 

প্রসঙ্গত, পর্দায় ধুন্ধুমার অ্যাকশন করলেও শুটিং সেটে কিন্তু দারুণ হাসিখুশি থাকেন অক্ষয় কুমার। বলিউডের প্রথম সারির তারকা হওয়া সত্বেও শুটিং সেটে কোনওরকম তারকাচিত ব্যবহার দেখান না 'খিলাড়ি'।  বরং এত দুষ্টুমি করেন যে সেসবের জন্য রীতিমতো দিশেহারা হয়ে যান তাঁর সহকর্মীরা। কেউ কেউ তো বিষম বিপদেও পড়েন। এরকমই খানিক অভিজ্ঞতা হয়েছিল জনপ্রিয় চরিত্রাভিনেতা মনোজ পাহওয়ার।  অক্ষয় কুমারের জন্য বিয়ে ভাঙতে বসেছিল এই বলি-অভিনেতার। কীভাবে একটুর জন্য বেঁচে গিয়েছিল তাঁর দাম্পত্য জীবন, সেকথাও সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন মনোজ পাহওয়া।

 

 

তখন 'সিং ইজ কিং'-এর শুটিং চলছে। প্রধান ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কইফ। বাকি গুরুত্বপূর্ণ চরিত্রদের মধ্যে অন্যতম হিসাবে ছিলেন নেহা ধুপিয়া এবং মনোজ। বাড়ি থেকে যেহেতু অনেকটা দূরেই শুটিং চলছিল তাই স্বাভাবিকভাবেই নিয়মিত ফোন করে মনোজের খোঁজ খবর নিতেন তাঁর স্ত্রী সীমা পাহওয়া। অক্ষয় এটা জানতেন। একদিন নেহা ধুপিয়ার সঙ্গে একটি পরিকল্পনা আঁটলেন তিনি। এরপর একবার সীমা ফোন করেছেন সেই সময় ফোনের আশেপাশে ছিলেন না মনোজ। অক্ষয় ফোন তুলেই পাশে দাঁড়িয়ে থাকা নেহা ধুপিয়ার হাতে সেই ফোন তুলে দেন। নেহাও দিব্যি সেই ফোন তুলে গলার স্বর খানিক পাল্টে ফেলে মনোজের স্ত্রী সীমাকে জানান, "মনোজ তো এখন পাশে নেই। ও বাথরুমে গিয়েছে"। ভাবটা ছিল এই যে স্ত্রীর অনুপস্থিতিতে মনোজ অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন। তবে অক্ষয়ের এই দুষ্টুমি ধরে ফেলেছিলেন মনোজের স্ত্রী। হাসতে হাসতে ফোনের ওপর থেকে বলে ওঠেছিলেন, "এসব করে আমাকে কিন্তু বোকা বানানো যাবে না"। 

 

মনোজ জানান, অক্ষয়ের এই মজা অন্যদিকে গড়াতেই পারত। স্ত্রীর সঙ্গে বিরাট ঝামেলা বেঁধে যেতে পারত তাঁর। কিন্তু তা হয়নি স্রেফ এইজন্যেই যে বহু বছর ধরে দাম্পত্য জীবন কাটানোর দরুণ তাঁকে ভাল করে চেনেন তাঁর স্ত্রী। একমাত্র এই কারণেই নেহার দেওয়া ইঙ্গিত শুনেই রসিকতাটি ধরে ফেলেছিলেন সীমা।