বলিউডের অন্যতম প্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশল তাদের জীবনের এক নতুন এবং সুন্দরতম অধ্যায় শুরু করতে চলেছেন। সম্প্রতি, এই তারকা জুটি তাঁদের প্রথম সন্তানের আগমনের সুখবর নিজেদের সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। সেই ঘোষণার পর থেকেই নেটিজেন ও অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
আর এই আনন্দের আবহেই জানা গেল এক নতুন খবর—৬ অক্টোবর, অর্থাৎ কোজাগরী লক্ষ্মীপুজোয় অনুষ্ঠিত হয়েছে এক ঘরোয়া সাধের বা বেবি শাওয়ারের অনুষ্ঠান। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশল তাঁদের মুম্বইয়ের বাসভবনে ৬ অক্টোবর, ২০২৫-এ এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন।
জানা যাচ্ছে, দম্পতি এটিকে একটি অত্যন্ত ব্যক্তিগত অনুষ্ঠান হিসেবে রাখতে চেয়েছেন। যেখানে শুধুমাত্র তাঁদের নিকটাত্মীয় এবং খুব কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন। তারকাখচিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের বদলে ঘরোয়া পরিবেশে প্রিয়জনদের আশীর্বাদ নিয়ে ক্যাটরিনা মাতৃত্বের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চেয়েছেন।

গত সেপ্টেম্বরেই ক্যাটরিনা এবং ভিকি তাঁদের প্রথম সন্তানের আসার খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন। এই দম্পতি একটি মনোমুগ্ধকর ছবি ভাগ করেন সমাজমাধ্যমে। যেখানে ভিকিকে ক্যাটরিনার স্ফীতোদর স্পর্শ করতে দেখা যায়। এই ছবিটির সঙ্গে তাঁরা লিখেছিলেন, 'আমাদের জীবন যাত্রার সেরা অধ্যায় শুরু করতে চলেছি, হৃদয়ে অপার আনন্দ আর কৃতজ্ঞতা নিয়ে।"
আরও পড়ুন: টানা চার ঘন্টা ধরে জেরা শিল্পাকে! আর্থিক তছরুপের মামলায় নয়া মোড়ে উঠে এল কোন তথ্য?
এই ঘোষণার পর থেকেই ইন্ডাস্ট্রিতে শুরু হয়ে যায় মিষ্টি গুঞ্জন। গুঞ্জন অনুসারে, ক্যাটরিনার সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ অক্টোবরের মাঝামাঝি সময়ে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ১৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যেই এই দম্পতির প্রথম সন্তানের আগমন ঘটতে পারে। বর্তমানে ক্যাটরিনা গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকে রয়েছেন বলে জানা গিয়েছে। যদিও ক্যাটরিনা ও ভিকি এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি, তবে ঘনিষ্ঠ মহল বলছে, তাঁরা নিজেদের ব্যক্তিগত জীবনকে বরাবরই লোকচক্ষুর আড়ালে রাখতে পছন্দ করেন। তাই সম্ভবত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই তারা এই সুখবর জনসমক্ষে আনবেন।
ক্যাটরিনার সাধের সঙ্গে যুক্ত আরও একটি খবর উঠে এসেছে। জনপ্রিয় শেফ শির্লানা ভাজের একটি ইনস্টাগ্রাম স্টোরি থেকে এই জল্পনা শুরু হয়েছে। তিনি একটি পোস্টে লিখেছেন, 'আজ কার বেবি শাওয়ারে ক্যাটারিং করছে তা অনুমান করুন!' এই পোস্টটি ইঙ্গিত দিচ্ছে যে এই বিশেষ অনুষ্ঠানের জন্য খাবারের দায়িত্ব হয়তো শির্লানা ভাজের হাতেই ছিল।
ভিকি-ক্যাটরিনার পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা এবং কিছুটা স্নায়ুচাপের মিশ্র অনুভূতি কাজ করছে। ভিকির ভাই অর্থাৎ অভিনেতা সানি কৌশল ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে তাঁর আনন্দ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, পরিবারের সবাই খুব খুশি, তবে একইসঙ্গে কিছুটা নার্ভাসও যে এরপরে কী হবে। তিনি সেই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
