সংবাদসংস্থা মুম্বই: বলিউডের অভিনেত্রীদের মধ্যে যেমন রেষারেষি লেগেই থাকে, ঠিক তেমনই আবার দেখা যায় গভীর বন্ধুত্বও। এরকমই বন্ধুত্বের উদাহরণ তুলে ধরলেন অভিনেত্রী ক্যাটরিনা কইফ। 

 

 

সম্প্রতি, সামনে এসেছে ক্যাটরিনার একটি সাক্ষাৎকার। যেখানে মুম্বই সংবাদমাধ্যমকে ক্যাটরিনা, আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়াকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বলে পরিচয় দিয়েছেন। ক্যাটরিনার কথায়, "আলিয়া আমার কাছে সব সময় বিশেষ। ওর মতো ভাল মনের মানুষ খুব কম দেখেছি। জীবনের অনেক কঠিন সময়ে পাশে পেয়েছি। এমনকী মাঝরাতেও আমার অদ্ভুত কৌতূহল একটুও বিরক্ত না হয়ে মিটিয়েছে আলিয়া।"

 

 

অন্যদিকে প্রিয়াঙ্কাকে নিয়ে কথা বলতে গিয়ে ক্যাটরিনা বলেন, "আমরা দু'জন শুধু ভাল বন্ধু নই, ডান্স পার্টনারও। বহু বছর আগে প্রিয়াঙ্কার সঙ্গে একই গুরুজির কাছে কত্থক শিখতাম। প্রতিদিন অনুশীলনে গিয়ে প্রিয়াঙ্কার নাচ দেখতাম। একবার গুরুজি সবাইকে একে একে স্টেজে ডেকে নাচ করতে বলেন। তখন প্রিয়াঙ্কা দারুণ পারফর্ম করে। সবাই মুগ্ধ হয়ে যায় ওর নাচ দেখে। আর আমার পালা এলে আমি যত তাড়াতাড়ি সম্ভব নাচ শেষ করে স্টেজ থেকে হুড়োহুড়ি করে নেমে পড়ি।"

 

 

প্রসঙ্গত, এখন তিন বন্ধুর মধ্যে মনোমালিন্য তৈরি হলেও সব ভুলে আবারও একফ্রেমে ধরা দিতে চলেছেন তাঁরা। ফারহান আখতার পরিচালিত ছবি 'জি লে জারা'য় একসঙ্গে দেখা যেতে চলেছে প্রিয়াঙ্কা, ক্যাটরিনা, আলিয়াকে।